Connect with us
ক্রিকেট

সুপার এইটে আফগানিস্তানকে হারিয়ে ভারতের বড় জয়

India vs Afghanistan
বড় জয় ভারতের। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়রথ যেন থামছেই না। গ্রুপপর্বে অপরাজেয় থাকার পর সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রানের বড় জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল৷

ব্রিস্টনে এদিন ভারতের ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দলটির হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই৷ ১৯ রান আসে নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে৷

ভারতের ১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আগ্রাসী ব্যাট চালাতে থাকে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তবে উইকেটে থিতু হতে পারেননি এই ডানহাতি ওপেনার৷ ১ চার ও ১ ছক্কায় ৮ বলে ১১ রান করে জাসপ্রিত বুমরাহর বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান গুরবাজ।

গুরবাজের আউটের পর আফগানদের রানের চাকাও থেমে যায়৷ দলীয় ২৩ রানে জাসপ্রিত বুমরাহ ও অ্যাক্সার প্যাটেলের জোড়া আঘাতে প্যাভিলিয়নে ফিরে যান আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও তিনে নামা হজরতউল্লাহ জাজাই৷ ২৩ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তানকে খানিকটা আশার আলো দেখায় গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাইয়ের জুটি৷ দুজনের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৪ রান৷ তবে জয়ের জন্য তা মোটেও যথেষ্ট ছিল না৷ ২০ বলে ২৬ রান করেন ওমরজাই এবং গুলবাদিন নাইবের ব্যাট থেকে আসে ২১ বলে ১৭ রান৷

আরো পড়ুন:

ব্রেন্ডন কিংয়ের চোটে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ

কোপায় মাঠে নামলেই ৭০ বছরের রেকর্ড ভাঙবেন মেসি

শেষদিকে নাজিবুল্লাহ জাদরানের ১৭ বলে ১৯ ও মোহাম্মদ নবীর ১৪ বলে ১৪ রান কেবল ব্যবধানই কমিয়েছে৷ শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ৪৭ রানের বড় জয় পায় ভারত। তিনটি করে উইকেট তুলেন দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও আর্শদ্বীপ সিং৷ কুলদীপ যাদব দুটি ও একটি উইকেট পান রাবিন্দ্র জাদেজা৷

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। গ্রুপ পর্বের ম্যাচের মতো যথারীতি এবারও ব্যর্থ রোহিত-কোহলি জুটি৷ ইনিংসের তৃতীয় ওভারেই ফজল হক ফারুকির বলে মাত্র ৮ রান করে ফিরেন রোহিত।

রোহিত ফিরলেও তিনে নেমে আগ্রাসী ব্যাট চালান ঋষব পান্ত। তবে খুব বেশি উইকেটে থিতু পারেননি পান্ত৷ ১১ বলে ২০ রানের ইনিংস খেলে আউট হয়ে যান তিনি। চলতি আসরে রানের জন্য মুখিয়ে থাকা কোহলি আজ দুই অঙ্কে পৌঁছেও ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে ২৪ রান করে রাশিদ খানকে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন ভিরাট৷

৬২ রানে দলের প্রধান তিন ব্যাটারকে হারিয়ে খানিকটা ব্যাকফুটে চলে যায় ভারত। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন সুরিয়া কুমার ইয়াদভ৷ ঝড়ো ব্যাটিংয়ে চাপে থাকা ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন এই মিডল অর্ডার ব্যাটার৷ আউট হওয়ার আগে ২৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

সূর্যকুমারের বিদায়ের পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া। তবে ফিনিশিংটা ঠিকমতো দিয়ে আসতে পারেননি। ১৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। শেষদিকে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানের ইনিংসের ফলে ১৮১ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত৷

আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন পেসার ফজল হক ফারুকি ও অধিনায়ক রাশিদ খান৷ একটি উইকেট নেন নাভিন-উল-হক৷

 

ক্রিফোস্পোর্টস/২০জুন২৪/টিএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট