Connect with us
ক্রিকেট

বিদেশি লিগে দল পেলেন রিশাদ-শরিফুলসহ চার ক্রিকেটার

রিশাদ, শরিফুল ও সাইফুদ্দিন। ছবি- সংগৃহীত

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের খেলা। বৈশ্বিক এই টুর্নামেন্ট চলার মাঝ পথেই ফ্রাঞ্চাইজি লিগে দল পেয়েছেন চার টাইগার ক্রিকেটার। চলমান বিশ্বকাপে নজরকারা পারফরম্যান্স দেখিয়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্যে দল পেয়েছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন।

এদিকে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পেলেও মোহাম্মদ সাইফুদ্দিনও ডাক পেয়েছেন কানাডার এই টুর্নামেন্টে। রিশাদ ও সাইফুদ্দিন ছাড়াও এই টুর্নামেন্টে প্রথমবারের মতো দল পেয়েছেন আরেক টাইগার পেসার শরিফুল ইসলাম। এছাড়া পুরনো দল বদল হয়ে নতুন দল পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা প্রাপ্তি লেগ স্পিনার রিশাদ। বল হাতে এখন পর্যন্ত চার ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৯ উইকেট। দলের গুরুত্বপূর্ণ সময় পারফর্ম করা এই ক্রিকেটারকে ড্রাফট থেকে দলে নিয়েছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের টিম টরন্টো ন্যাশনালস।

এদিকে লম্বা ইনজুরি কাটিয়ে বিপিএল দিয়ে ফিরছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। এরপর পারফরমেন্স দিয়ে জাতীয় দলে ফিরলেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তিনি। এবার তাকে দলে ভিরিয়েছে সাকিব আল হাসানের সাবেক দল মন্ট্রিয়াল টাইগার্স। গেল আসরে সাকিব এই দলে খেললেও এবার তাকে দেখা যাবে বাংলা টাইগার্স মিসিসাগার জার্সিতে।

পেসার শরিফুল ইসলাম সাম্প্রতিক সময়ে দারুন ছন্দে রয়েছেন। তবে ইনজুরিতে পড়ার পর বিশ্বকাপে এখন পর্যন্ত খেলার সুযোগ পাননি কোন ম্যাচ। এবার বিশ্বকাপ চলাকালেই গ্লোবাল টি টোয়েন্টি লিগ বাংলা টাইগার্সে ডাক পেয়েছেন এই টাইগার পেসার। যেখানে তার সতীর্থ হিসেবে থাকবেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। সব ঠিক থাকলে আগামী ২৫ জুলাই পর্দা উঠবে টুর্নামেন্টটির। ১১ আগস্ট শিরোপার লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হবে এই আসর। তবে দেখার বিষয় বিদেশি লিগে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পান কিনা সকল ক্রিকেটার।

আরও পড়ুন: ভারতকে হারাতে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে : তাসকিন

ক্রিফোস্পোর্টস/২২জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট