চলতি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে হেরে হোঁচট খেলো অজিদের সেমিফাইনালের আশায়। আফগানিস্তান এই ম্যাচ জিতে নিয়েছে ২১ রানে। আর এতে করেই দুই ম্যাচ হেরেও কাগজে কলমে এখনও টিকে রইল বাংলাদেশের শেষ চারে যাওয়ার আশা।
আজ আর্নোস ভেলে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। ওপেনিংয়ে ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের শতরানের জুটিতে দারুন শুরু পায় রাশিদ খানের দল। তবে এরপর অজি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
এদিন রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে অজিরা। আগের ম্যাচে অর্ধশতক করা ডেভিড ওয়ার্নার এদিন ফিরেছেন ৩ রান করে। প্রথম ওভারে ডাক মেরেছেন ট্রাভিস হেড। টিকতে পারেননি অধিনায়ক মিচেল মার্শও। এরপর গুলবাদিন নাঈব ও নাবিন-উল হকের নিয়মিত উইকেট শিকারে দিশেহারা হয়ে পরে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংস।
তবে স্রোতের বিপরীতে ব্যাটিং করে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩ ছক্কা ও ৬ চারে ৪১ বলে ৫৯ রান করেন এই অজি তারকা। যতক্ষণ ম্যাক্সওয়েল টিকে ছিলেন শঙ্কা জেগেছিল ভারত বিশ্বকাপের মত ম্যাক্সওয়েলের কাছে আফগানদের হারের। তবে গুলবাদিনের বলে তিনি আউট হলে আর কেউ হাল ধরতে পারেনি অস্ট্রেলিয়ার। চার বল হাতে থাকতে অলআউট হয়ে যায় অজিরা।
সুপার এইটের গ্রপ-১ এ প্রতিটি দলের শেষ হয়েছে দুটি করে ম্যাচ। এখন পর্যন্ত দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া দুই ম্যাচ খেলে পেয়েছে সমান ২ পয়েন্ট। কোন ম্যাচ না জেতায় তালিকার তলানিতে রয়েছে বাংলাদেশ।
যে সমীকরণে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ:
অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারতের। সেই ম্যাচে যদি অজিরা পরাজিত হয় তবে সুপার এইট থেকে তাদের সবশেষ পয়েন্ট হবে ২। আর ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই সেমিতে যাবে ভারত। তখন গ্রুপের অপর ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে সুযোগ থাকবে বাংলাদেশের। কেননা শেষ ম্যাচে জয় পেলে বাংলাদেশ এবং আফগানিস্তান উভয় দলের পয়েন্ট অস্ট্রেলিয়ার সমান ২ হবে।
অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট সমান হওয়ায় তখন দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে সেটি হিসেবে হবে নেট রানরেটের ভিত্তিতে। তবে বর্তমানে টাইগারদের নেট রানরেট অনেক কম। তাই শেষ ম্যাচে আফগানদের হারাতে হবে বড় ব্যবধানে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতও বড় জয় পেলে ঘটে যেতে পারে মিরাকেল।
আরও পড়ুন: টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে কামিন্সের বিশ্ব রেকর্ড
ক্রিফোস্পোর্টস/২৩জুন২৪/এফএএস