Connect with us
ফুটবল

কোপা আমেরিকা ২০২৪ : এবারের আসরে প্রাইজমানি কত?

Copa america
টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে উন্মাদনা৷ ছবি- সংগৃহীত

ইউরো চ্যাম্পিয়নশিপের মাঝেই শুরু হয়েছে কোপা আমেরিকার ফুটবল মহাযজ্ঞ। ফুটবলের সবচেয়ে প্রাচীন এই টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে নানা উন্মাদনা৷

ল্যাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের এ আসরে এবার রয়েছে ১৬ দল৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি শহরের ১৪টি মাঠে চলছে ম্যাচগুলো। এরই মধ্যে নিজেদের ম্যাচ খেলে ফেলেছে গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে কানাডাড বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লিওনেল মেসির দল৷ তবে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেললেও ব্রাজিল এখনো মাঠে নামেনি৷ আগামী ২৫ জুন ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে সেলেসাওরা৷

গত আসরের চেয়ে এবারের আসরে দল বেড়ে যাওয়ার কারণে টুর্নামেন্টের প্রাইজমানির পরিমাণও বেড়েছে৷ শুধু বাড়েইনি, ২০২৪ কোপা আমেরিকার জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে।

আরও পড়ুন:

» তুরস্ককে হারিয়ে ইউরোর শেষ ষোলোয় পর্তুগাল

» একই বলে দুবার আউট হয়েও ‘নট আউট’! ভিডিও ভাইরাল

দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা (কনমেবল)। সবমিলিয়ে এবারের কোপা আমেরিকার জন্য ৭২ মিলিয়ন ডলারের রেকর্ড প্রাইজমানি ঘোষণা করা হয়েছে৷ যা বাংলাদেশি মুদ্রায় ৮৪৬ কোটি টাকা।

অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য থাকছে ২৩ কোটি টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দলের পকেটে যাবে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা৷ যা গত আসরের তুলনায় দ্বিগুণ। সেবার মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ক্যারিয়ারে জাতীয় দলের জার্সিতে প্রথম কোনো শিরোপার স্বাদ পায় লিওনেল মেসি৷

Copa-America

Copa-America (কোপা আমেরিকা ২০২৪)। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নদের মতো রানার্সআপ দলের পকেটও ভারী হচ্ছে এবার। রানার্সআপ দলের জন্য থাকছে ৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি টাকা৷

তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৫৮ কোটি টাকা। আর চতুর্থ হওয়া দলের জন্য মিলবে ৪৭ কোটি টাকা। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য থাকছে ২ মিলিয়ন ডলার৷ সেই সঙ্গে প্রতিটা দলের হোটেল খরচ ও পরিবহন খরচও বহন করবে দক্ষিণ আমেরিকান ফুটবন কনফেডারেশন কনমেবল।

এবারের আসরে ‘এ’ গ্রুপ থেকে লড়ছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কানাডা, চিলি ও পেরু৷ অন্যদিকে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘ডি’ তে। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, কোস্টারিকা ও পেরাগুয়ে৷

ক্রিফোস্পোর্টস/২৩জুন২৪/টিএইচ/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল