চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আসরে এখন পর্যন্ত কোনো হারের মুখ দেখেনি তারা। গ্রুপ পর্ব ও সুপার এইটের ম্যাচে টানা জয় নিয়ে অপরাজিত থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে এইডেন মার্করামের দল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্থাৎ ১০ বছর পর আবারও টি-টোয়েন্টির বিশ্ব আসরে সেমিতে উঠেছে প্রোটিয়ারা। এর পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা জয়ের নতুন রেকর্ডও গড়েছে তারা।
চলতি আসরে গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে মোট ৭ ম্যাচে ৭টিতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড। এর আগে ৬টি ম্যাচে টানা জয়ের রেকর্ড ছিল। ২০০৯ সালে শ্রীলঙ্কা এবং ২০১০ ও ২০২১ সালে অস্ট্রেলিয়া টানা ৬টি ম্যাচ জিতেছিল।
এই জয়ের রেকর্ড আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার। তবে টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে এর আগে কখনো সেমির গণ্ডি পেরোতে পারেনি প্রোটিয়ারা। তাই তাদের সামনে প্রথমবারের মত ফাইনালে ওঠার সুযোগ রয়েছে।
আরও পড়ুন:
» সেমিফাইনালের আগে দুঃসংবাদ পেলেন ডেভিড মিলার
» সাকিব-মাহমুদউল্লাহর কি অবসর নেওয়া উচিত? যা বললেন ফাহিম
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর নেদারল্যান্ডস, বাংলাদেশ ও নেপালকে হারায় তারা। যদিও গ্রুপ পর্বের এই শেষ তিন ম্যাচে জয় পেতে অনেক বেগ পেতে হয়েছে এইডেন মার্করামদের।
সুপার এইটে আরো দুর্দান্ত খেলেছে প্রোটিয়ারা। প্রথমে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয়ের পর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে তারা। আর নিজেদের শেষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে গ্রুপ-২ এর শীর্ষস্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি।
ক্রিফোস্পোর্টস/২৪জুন২৪/বিটি