গত ২১ জুন (শুক্রবার) আর্জেটিনা-কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ২০২৪ কোপা আমেরিকার। আসরের উদ্ধোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপার যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এখনো কোপার মিশন শুরু করেনি লাতিনের আরেক শক্তিশালী দল ব্রাজিল। আগামীকাল (মঙ্গলবার) কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপার মিশন শুরু করবে সেলেসাওরা।
ফুটবল মাঠের শক্তিমত্তার বিচারে কোস্টারিকার চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। র্যাঙ্কিংয়ে ব্রাজিলের চেয়ে ৪৭ ধাপ পিছিয়ে দলটি। তাছাড়া এর আগে ১১ বারের দেখায় ১০ বারই জিতেছে ব্রাজিল। তাই আগামীকালের ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভিনিসিয়ুস-রদ্রিগোরা।
গত বছর ফুটবলে বাজে সময় পার করেছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর সেলেসাওদের ছন্দপতন হয়। ২০২৩ সালে ৯ ম্যাচ খেলে ৩ জয় ও ১ ড্রয়ের বিপরীতে ৫টি ম্যাচেই হেরেছে তারা। তবে দরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর কিছুটা ঘুরে দাড়িয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৪ সালে ৪ ম্যাচ খেলে ২টি জয় ও ২টি ম্যাচে ড্র করেছে দলটি। এবার কোপা আমেরিকা দিয়ে আবারও নিজেদের জাত চেনাতে চাইবে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
আরও পড়ুন:
» টিকে থাকার মিশনে রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ইতালি
» টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা জয়ের নতুন রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা
সরাসরি দেখবেন যেভাবে
ব্রাজিল ও কোস্টারিকার মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের স্পোর্টস ভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস। পাশাপাশি অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও উপভোগ যাবে ম্যাচটি। এছাড়া অনলাইনে ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে ম্যাচটি সরাসরি দেখা যাবে।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৪জুন২৪/বিটি