Connect with us
ক্রিকেট

গুলবাদিনের চোটের ‘অভিনয়’ নিয়ে তামিমের মন্তব্য

Tamim's comments on Gulbadin's injury 'acting' vs Bangladesh
গুলবাদিনের চোটের ‘অভিনয়’ নিয়ে মন্তব্য করেছেন তামিম। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিতের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সমীকরণ মিলিয়ে আফগানিস্তানকে হারাতে পারলেই নতুন ইতিহাস রচনা হতো বাংলাদেশ ক্রিকেটে। তবে বাংলাদেশের আশায় জল ঢেলে দিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। টাইগারদের হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে রশিদ খানের দল।

এদিন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে বার বার বাগড়া দিয়েছে বৃষ্টি। তাই বৃষ্টি আইন এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো। আর এ নিয়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব।

ম্যাচের এক পর্যায়ে ডিএলএসে আফগানিস্তান ২ রানে এগিয়ে যায়। তখন বৃষ্টির আভাস পেয়ে ডাগআউট থেকে খেলোয়াড়দের সময় নিয়ে খেলার সংকেত পাঠান প্রধান কোচ জোনাথন ট্রট। সংকেত বোঝার সঙ্গে সঙ্গেই স্লিপে থাকা গুলবাদিন চোটের ‘অভিনয়’ করে মাটিতে শুয়ে পড়েন। তখন মাঠেই কিছুক্ষণ তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে আর বল করতে হয়নি আফগানদের এবং তখনই বাগড়া দেয় বৃষ্টি। এরপর সতীর্থদের কাঁধে ভর করে মাঠ ছাড়েন গুলবাদিন।

আরও পড়ুন:

» বিশ্বকাপ থেকে যত টাকা পেল বাংলাদেশ

» বাংলাদেশের হারে বিশ্বকাপে অজিদের স্বপ্নভঙ্গ, অবসরে গেলেন ওয়ার্নার 

অবশ্য কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যাওয়ায় আবারো মাঠে নামে দুই দল। এরপর মাঠে দেখা যায় গুলবাদিনকেও। একটু আগে চোটে পড়া গুলবাদিন স্বাভাবিকভাবেই বল করছিলেন। উইকেট নিয়ে দৌড়ে উদযাপনও করেছেন।

তার এমন বিতর্কিত কাণ্ড নিয়ে মন্তব্য করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী আলোচনায় তিনি বলেন, ‘এ নিয়ে অনেকের ভিন্ন মতামত থাকতে পারে। আমার মনে হয়, বেশিরভাগ খেলোয়াড়ই এমনটা করতো। আবার অনেকে এমনটা করতো না। এটা ব্যক্তিগত বিষয়, আমি এটা ভালো বা খারাপ কোনোভাবেই দেখি না। ব্যাপারটি আবেগের জায়গা থেকে বুঝতে পারছি। যেভাবে ব্যাপারটা ঘটেছে, এটা নিয়ে তর্ক-বিতর্ক হতে পারে। কিন্তু এমন পরিস্থিতিতে সময় নষ্ট করাটা এবারই প্রথম নয়, এর আগেও দেখেছি এবং পরবর্তীতেও দেখার সুযোগ হতে পারে।’

এ বিষয়টি নিয়ে মজা করেছেন ধারাভষ্যকাররাও। বৃষ্টি শেষে গুলবাদিন মাঠে নামার পর নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার ইয়ান স্মিথ বলেন, ‘এই মুহূর্তে তিনি বিশ্বের অষ্টম আশ্চর্য।’ ম্যাচ বিশ্লেষক পমি মবঙ্গোয়া তার অভিনয়ের জন্য পুরস্কারের কথা বলেন। তিনি বলেন, ‘অস্কার নাকি এমি?’ এছাড়া এ ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা করেছেন অনেকেই। পাশাপাশি এ নিয়ে অনেক ট্রলও চলছে।

এদিকে, সেন্ট ভিনসেন্টে মঙ্গলবার (২৫ জুন) টস হেরে প্রথমে বোলিং করে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানকে ১১৫ রানেই আটকে দেয় বাংলাদেশ। সেমির জায়গা নিশ্চিতে ১২.১ ওভারে এই রান তাড়া করতে হতো টাইগারদের। তবে নির্ধারিত এই ওভারে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সেমির স্বপ্ন ভঙ্গ হয় শান্তদের। পাশাপাশি ১০৫ রানে অলআউট হয়ে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করে লাল-সবুজের দল।

ক্রিফোস্পোর্টস/২৫জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট