বয়স ৪০-এর কোঠায় পা দিলেও নিজ মহিমা ছুটে চলেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালকে জেতাতে আরও একবার মাঠে নেমেছেন তিনি। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করে রেখেছিল রোনালদোর দল। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্জিয়ার কাছে হেরেছে পর্তুগাল।
এবারই প্রথমবারের মতো ইউরোর চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে জর্জিয়া। আর এসেই ইতিহাস গড়ে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড। এদিন ২-০ গোলে পর্তুগালকে হারিয়েছে জর্জিয়া। ম্যাচ জয়ের নায়ক কাভিচা কাভারেসখেলি খেলা শেষে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। যেখানে তিনি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন প্রতিপক্ষ ফুটবলার রোনালদোর ব্যবহারে।
রোনালদোর মত বড় মাপের ফুটবলারের বিপক্ষে হয়তো এর আগে খুব একটা খেলার সুযোগ হয়নি কাভিচার। ম্যাচের পূর্বের রোনালদো তার সঙ্গে নিজে থেকে কথা বলেছেন এমন ঘটনায় অবাক হয়ে কাভিচা বলেন, ‘রোনালদো ম্যাচ শুরুর আগে আমার কাছে এসে কথা বলেছেন। তিনি আমার সাফল্য কামনা করেছিলেন। তার এই অসাধারণ স্পোর্টসম্যানশিপ দেখে আমি বিস্মিত হয়েছি।’
কাভিচা আরও বলেন, ‘আমি কল্পনাও করিনি যে, তিনি আমার সঙ্গে এসে কথা বলবেন। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং একজন দুর্দান্ত ব্যক্তিও। এই কারণেই তিনি ফুটবলের ভেতরে এবং বাইরে দারুণ ব্যক্তিত্ব। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা, তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। এমন একজন ফুটবলার ম্যাচের আগে এসে কথা বলাটা আশ্চর্যজনক। এ ঘটনায় বিশ্বাস জন্মেছিল, আমরা আজ কিছু করতে পারবো।’
উল্লেখ্য, শেষ ষোলো পর্বে আগামী সোমবার ১ জুলাই মধ্যরাতে লোভেনিয়ার বিপক্ষে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল। অপরদিকে প্রথমবার ইউরোর চূড়ান্ত পর্বে খেলে গ্রুপের তৃতীয় হয়েই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জর্জিয়া। তবে সেখানে তাদের জন্য রয়েছে কঠিন পরীক্ষা। ৩০ জুন রাতে জর্জিয়া মুখোমুখি হবে স্পেনের।
আরও পড়ুন: গুলবাদিনের চোটের ‘অভিনয়’, কি বলছে ক্রিকেট আইন
ক্রিফোস্পোর্টস/২৭জুন২৪/এফএএস