Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ, জয়ের যে চার কারণ

Bangladesh made history against England
বাংলাদেশ বনাম ইংল্যান্ড। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে ফেলেছে টিম বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটের জয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা।

এদিন সফরকারীদের দেওয়া ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এদিকে সিরিজ জয়ী ম্যাচে বাংলাদেশের জয়ের নেপথ্যে ভূমিকা রেখেছে চারটি কারণ।

একাদশে মিরাজের ফেরা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক হয়েছেন তরুণ টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে একাদশের বাইরে থাকলেও এদিন সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের সেরা উপহার দেন তিনি।

শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ৪ ওভার বল করে ১২ রান দিয়ে মূল্যবান ৪টি উইকেট নেন তিনি। এছাড়া মিরাজ শুধু উইকেট শিকারই করেননি, কম রান দিয়ে চাপে রেখেছিলেন ইংলিশ ব্যাটারদের। বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের পেছনে ব্যাটিংয়েও অবদান রাখেন মিরাজ।

টসে জয়

এদিন টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজ জয়ের মিশনে টার্গেট নিয়ে খেলতে নামার পরিকল্পনা কাজে দিয়েছে।

বাংলাদেশের দুর্দান্ত বোলিং

বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে মাত্র ১১৭ রানে আটকে রাখা সহজ কাজ নয়। সেই কঠিন কাজটিই করেছেন টাইগার বোলাররা। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে ইংল্যান্ড বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি।

মাঠ কামড়ে শান্ত’র দায়িত্বশীল ব্যাটিং

১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। শুরুতে টাইগারদের চাপে রাখে ইংলিশ বোলাররা। চাপের মধ্যেই একপ্রান্ত আগলে রেখে শান্ত দায়িত্বশীল ইনিংস খেলেন শান্ত। বাঁহাতি এই ব্যাটারের দায়িত্বশীলতায় পরিচয় না পাওয়া গেলে এদিন ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট