এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচেই বাগড়া দিয়েছে বৃষ্টি। যার কারণে কয়েকটি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে ডিএলএস বা বৃষ্টি আইনে, আবার কিছু কিছু ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দলগুলোকে। সর্বশেষ দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচের সবচেয়ে বড় বাধা ছিল বৃষ্টি। যার কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় ম্যাচ। এমনকি ম্যাচ চলাকালীন সময়েও বাগড়া দেয় বৃষ্টি।
আগামীকাল (২৯ জুন) ভারত ও দক্ষিণ আফ্রিকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে একমাসব্যাপী এই টুর্নামেন্টের। বার্বাডোজের কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা) শুরু হবে ম্যাচটি। এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
‘অ্যাকু ওয়েদার’-এর তথ্যানুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টা থেকে সকাল ৯টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় ৫০ শতাংশ। তবে ম্যাচ শুরু হওয়ার আগে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে তা ৩০ শতাংশে নেমে আসবে। এছাড়া ম্যাচ চলাকালে আকাশ মেঘলা থাকবে এবং প্রবল বেগে বাতাস বয়ে যেতে পারে। সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা আরো বাড়তে পারে, তবে এর আগে বৃষ্টি বাগড়া না দিলে ম্যাচ দুপুরেই শেষ হয়ে যাবে।
আরও পড়ুন:
» ফাইনালের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব, যে বিষয়গুলো জানা দরকার
» যে লজ্জার রেকর্ডে তামিম-সৌম্যদের কাতারে কোহলি
এছাড়া ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত ১৯০ মিনিট বা ৩ ঘন্টা ১০ মিনিট সময় বরাদ্দ করার পাশাপাশি রিজার্ভ ডেও রেখেছে আইসিসি। প্রথমদিনে ম্যাচ শেষ করা না গেলে যেখানে খেলা শেষ হবে, রিজার্ভ ডে তে সেখান থেকেই খেলা শুরু হবে। আর ডিএলএস বা বৃষ্টি আইনে বিজয়ী ঘোষণার জন্য উভয় দলকে কমপক্ষে ১০ ওভার ব্যাট করতে হবে।
তবে রিজার্ভ ডে তেও ম্যাচ শেষ করা না গেলে তখন ফলাফল কী হবে, শিরোপা জিতবে কারা? এমন প্রশ্ন থেকেই যায়। এর আগে সেমিফাইনালের জন্য আইসিসির নির্ধারিত নিয়ম অনুযায়ী, বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত হলে সুপার এইটের গ্রুপে এগিয়ে থাকা দলই ফাইনালে উঠে যেত। যদিও সেমিফাইনালের কোনো ম্যাচ পরিত্যক্ত হয়নি। তাহলে সেমিফাইনালের মতো ফাইনালের জন্যও কি এমন নিয়ম করেছে আইসিসি? উত্তর হচ্ছে না।
ফাইনালে রিজার্ভ ডে তেও ম্যাচ শেষ না হলে ভারত–দক্ষিণ আফ্রিকাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এক্ষেত্রে সেমিফাইনালের জন্য নির্ধারিত নিয়ম কার্যকর হবে না। এ ছাড়া ম্যাচে সুপার ওভার হলে সেটাও যদি বৈরি আবহাওয়ার কারণে মাঠে না গড়ায় তাহলেও দুই দলই যৌথ চ্যাম্পিয়ন ঘোষিত হবে।
ক্রিফোস্পোর্টস/২৯জুন২৪/বিটি