টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সুপার এইট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তিন জয় নিয়ে সুপার এইটে উঠেছিল টাইগাররা। সুপার এইটে টানা দুই হারের পরও সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল নাজমুল হোসেন শান্তদের। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মিলিয়ে জয় পেলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখে ইতিহাস গড়ত টিম টাইগার্স। তবে শেষ ম্যাচেও আফগানদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের দল।
জয়ের দিক থেকে এটা বাংলাদেশের সেরা বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ জয় (৩টি) এসেছে এবারই। তবে সুপার এইটে টাইগারদের এমন হতশ্রী পারফরম্যান্স এই বিশ্বকাপকেও আরেকটি ব্যর্থ টুর্নামেন্টের কাতারে ফেলেছে। তবে টাইগারদের এমন পারফরম্যান্সেই খুশি বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান জালাল ইউনুস।
শনিবার (২৯ জুন) বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জালাল ইউনুস। তার মতে, বিশ্বকাপে টার্গেট পূরণ করতে পেরেছে বাংলাদেশ এবং এতেই তারা খুশি, ‘বিশ্বকাপে আমাদের টার্গেট ছিল সুপার এইটে খেলা। আমরা টার্গেট পূরণ করতে পেরেছি। এজন্য সবাই খুশি।’
আরও পড়ুন:
» দক্ষিণ আফ্রিকাকে কেন ‘চোকার্স’ বলা হতো, যেভাবে মুছল বদনাম
» ফাইনালের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব, যে বিষয়গুলো জানা দরকার
পুরো আসরজুড়ে দুয়েক জন ছাড়া বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কেউ আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। জয় পাওয়া ম্যাচগুলোতে বোলারদের অবদানই বেশি। ব্যাটারদের এমন টানা ব্যর্থতা নিয়ে এই বিসিবি কর্তা বলেন, ‘টপ অর্ডারের টানা ব্যর্থতায় আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। ব্যাটিংয়ে এভাবে ব্যর্থ হতে কখনো দেখিনি আমি। কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে।’
এবারের আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট (১৪) শিকার করেছেন রিশাদ হোসেন। বিশ্বকাপের এক আসরে কোনো বাংলাদেশি বোলারের এটাই সর্বোচ্চ উইকেট। এমনকি এখনো এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন এই লেগস্পিনার।
এই উঠতি তারকাকে নিয়ে জালাল বলেন, ‘আমাদের পেসার ও স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে । বিশেষ করে রিশাদ। ওর জন্য একটা বড় মঞ্চ ছিল নিজেকে প্রমাণ করার। সব মিলিয়ে এ বিশ্বকাপে আমরা ভালো খেলেছি।’
ক্রিফোস্পোর্টস/২৯জুন২৪/বিটি