Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ শেষে ব্যাটে-বলে সেরা যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ছবি- ক্রিকইনফো

শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো এই ফরমেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। গতকাল রাতে টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে পরাজিত করেছে রোহিত শর্মার দল। আর এতেই সকল ফরমেটে ১৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত।

গোটা আসরে কোন ম্যাচ না হেরে অপরাজেয় থেকেই বিশ্বকাপের শিরোপা জিতেছে রোহিত-কোহলিরা। অবশ্য কাঙ্খিত ট্রফি জয়ের পর এই ফরমেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। এদিকে চাপের মুখে ভেঙে পড়ার যে অভ্যাস গড়েছিল দক্ষিণ আফ্রিকা, সেটা এই বিশ্বকাপেও ধরে রেখেছে তারা।

ভারত বিশ্বকাপ জিতলেও গোটা টুর্নামেন্টের ব্যাটে-বলে দাপট দেখিয়েছে বিভিন্ন দলের ক্রিকেটাররা। এদিকে ব্যাট ও বলে সেরাদের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে আফগানিস্তানের ক্রিকেটাররা। এই টুর্নামেন্টে ৮ ম্যাচে ২৮১ রান করে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন রোহিত শর্মা।

এদিকে বল হাতেও সবার উপরে আফগান বোলার। এই টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন ফজল-হক ফারুকী। সমান সংখ্যক উইকেট শিকার করে দুই নম্বরে ভারতীয় বোলার আর্শদ্বীপ সিং। বাংলাদেশী কোন ক্রিকেটার ব্যাটে-বলে সেরাদের তালিকায় শীর্ষ পাঁচে না থাকলেও, উইকেট শিকারের তালিকায় ষষ্ঠ নম্বরে রয়েছেন রিশাদ হোসেন।

একনজরে বিশ্বকাপের শীর্ষ পাঁচ উইকেট শিকারি ও সর্বোচ্চ রান সংগ্রাহক

শীর্ষ পাঁচ রান সংগ্রাহক :

নামদেশম্যাচ রান স্ট্রাইকরেট
রহমানউল্লাহ গুরবাজ আফগানিস্তান ২৮১১২৪.৩৩
রোহিত শর্মাভারত২৫৭১৫৬.৭০
ট্রাভিস হেডঅস্ট্রেলিয়া২৫৫১৫৮.৩৮
কুইন্টন ডি ককদক্ষিণ আফ্রিকা২৪৩১৪০.৪৬
ইব্রাহিম জাদরান আফগানিস্তান২৩১১০৭.৪৪

শীর্ষ পাঁচ উইকেট শিকারি

নামদেশম্যাচ উইকেট ইকোনমি
ফজলহক ফারুকিআফগানিস্তান ১৭৬.৩১
আর্শদ্বীপ সিংভারত১৭৭.১৬
জাসপ্রীত বুমরাহ ভারত১৫৪.১৭
এনরিক নরকিয়াদক্ষিণ আফ্রিকা১৫৫.৭৪
রশিদ খান আফগানিস্তান১৪৬.১৭

আরও পড়ুন: মার্তিনেজের জোড়া গোলে মেসিবিহীন আর্জেন্টিনার জয়

ক্রিফোস্পোর্টস/৩০জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট