আইসিসির বিশ্বমঞ্চে যুবাদের হাত ধরে ২০২০ সালে একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সময় অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন শ্রীলঙ্কার নাভিদ নেওয়াজ। এবার পুনরায় বাংলাদেশ যুব দলের কোচ হয়ে ফিরেছেন এই তিনি। আজ থেকে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি বিসিবির গেম ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এই লঙ্কান।
দুই বছর পর বাংলাদেশে ফিরে রোমাঞ্চিত নেওয়াজ। বাংলাদেশ ক্রিকেটের সংঙ্গে পুনরায় কাজ করার সুযোগ পেয়ে তিনি বলেন, ‘দুই বছর পর ফিরে আমি অনেক রোমাঞ্চিত। আমি লক্ষ্য করেছি, এই দেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমি দেশের নানা প্রান্তে গিয়ে নতুন প্রতিভাবানদের খুঁজে বের করতে উন্মুখ আছি । দুই বছর পর আরও একবার বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে পেরে আমি আসলে অনেক রোমাঞ্চিত।’
পরবর্তী যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে যৌথভাবে আয়োজিত হবে আগামী আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানান নেওয়াজ, ‘আমরা জানি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ছেলেরা কী ধরনেরআ ক্রিকেট খেলে থাকে। বিশ্বের নানা প্রান্তে বছরের পর বছর ধরে আমরা এসব দেখে এসেছি । আমার প্রথম কাজ হবে নির্বাচকদের সঙ্গে বসে স্কোয়াড দেখে কেমন প্রতিভা আছে, তা খতিয়ে দেখা। যাতে আমরা ভালো একটি দল গঠন করতে পারি।’
আরও পড়ুন:
» প্যারিস অলিম্পিকে দৌড়াবেন দেশের দ্রুততম মানব ইমরানুর
» ফ্রাঞ্চাইজি লিগ খেলতে কত দিনের ছুটি পেলেন ক্রিকেটাররা?
বাংলাদেশকে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে চান নেওয়াজ, যাতে তারা বিশ্বের যেকোনো দলের সঙ্গে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, খেলোয়াড়দের মধ্যে সব ধরনের মানদণ্ড প্রয়োগ করে তাদের গড়ে তুলতে হবে। যা আমরা আগেও করেছি। আমরা এই দুই বছরে এমন একটি দল তৈরি করতে চাই যা অন্য যেকোনো দলের সঙ্গে তুলনা করা যেতে পারে এবং তারা ভয়ডরহীন লড়াই করতে পারে।
২০১৮ সালে প্রথম দফায় বাংলাদেশ যুব দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন নাভিদ। ২০২২ সাল পর্যন্ত যুব দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দুই বছর পর পুনরায় যুবাদের দায়িত্ব সামলাতে ফিরেছেন এই লঙ্কান কোচ।
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৪/বিটি