অবশেষে ১৭ বছর পর দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত। এর আগে প্রথম বার আয়োজিত ২০০৭ সালের বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির দল। ১৩ বছর পর আইসিসি আয়োজিত বিশ্বকাপ ট্রফি জিতে নানান উদযাপনে মাতোয়ারা দলের ক্রিকেটারেরা। এর মধ্যেই অদ্ভূত এক কাণ্ড ঘটালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। ফাইনাল শেষে মাঠের পিচ থেকে মাটি তুলে মুখে নিতে দেখা যায় ভারত কাপ্তানকে।
ভারতের দায়িত্ব নেয়ার পর দুইটি বৈশ্বিক আসরের ফাইনাল হেরে অবশেষে তৃতীয় বারে গিয়ে শিরোপা জয়। সেটাও আবার ১৭ বছর পর দ্বিতীয় বারের মত। ৩৭ বছর বয়সী ভারতীয় দলপতি নিজের আবেগটা তাই আর আটকাতে পারলেন না। বিশ্বকাপ জিতে উদযাপনের এক পর্যায়ে পিচ থেকে মাটি তুলে মুখে পুরে নেন রোহিত। অবশ্য ক্রিকেটে না হলেও এমন কাণ্ড এর আগে টেনিসে দেখা গেছে। উইম্বলডন জয়ের পর কোর্টের ঘাস খেয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন নোভাক জোকোভিচ। অনেকেই তাই ভাবছে, রোহিত হয়তো জোকোভিচের উদযাপনকেই নকল করেছেন।
এবার বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন রোহিত। রোহিত জানান, ‘কোন পরিকল্পনা করে এমনটা করা হয়নি। আমার তখন যা মনে হয়েছে সেটাই করেছি। আমি সময়টা উপভোগ করছিলাম। ওই পিচে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি। এই মাঠ কখনোই আমি ভুলতে পারবো না। তাই চেয়েছিলাম এর কিছু একটা নিজের কাছে রেখে দেই। এটা বিশেষ এক মুহুর্ত। এখানেই আমাদের স্বপ্ন বাস্তবতার মুখ দেখেছে। এখানকার কিছু একটা সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম তাই মাটি খেয়েছি।’
আরো পড়ুন : টিম বাস মিস করায় আমাকে খেলায়নি এটি সত্য নয় : তাসকিন
১৭৭ রানে লক্ষ্য দেওয়া ভারতকে দেখে ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিলো, তারা হয়তো ম্যাচটি হেরে যাবে। এক সময়ে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩০ বলে ৩০ রান। হাতে তখনও ৬ উইকেট। সেখান থেকেই জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে ম্যাচটি শেষমেশ ৭ রানে জিতে নেয় রোহিত শর্মার দল। আর এই জয়ে শেষ পেরেক ঠুকে দেন সূর্য কুমার যাদব, শেষ ওভারে বাউন্ডারির সীমনা থেকে মিলারকে দুর্দান্ত এক ক্যাচে আউট বানিয়ে।
সূর্য কুমারের এই ক্যাচ নিয়ে রোহিত বলেন, ‘ওটা অবিশ্বাস্য ছিল। মুহুর্তটা বিশ্বাস করাই কঠিন, এখনো মনে হচ্ছে ওটা স্বপ্ন ছিল। আমরা সত্যিই বিশ্বকাপ জয় করেছি কিন্তু এটা বিশ্বাস করতে পারছি না। আমরা আবেগে ভেসে যাচ্ছি।’
বিশ্বকাপ জয়ের পর খেলোয়াড়দের উদযাপনের মুহুর্তের একটি ছবি পোস্ট করেছেন রোহিত। যেটার ক্যাপশনে লেখা, ‘আমার মনে যে এখন কি চলছে সেটা এই ছবি দেখেই বোঝা যায়। অনেক কিছু বলার থাকলেও এখন কিছুই বলতে পারছি না। এই দিনটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে পারবো না। আমি সবার সঙ্গে এটা ভাগ করে নিতে চাই। তবে এখন আমি কোটি কোটি ভারতীয়র মত স্বপ্নের জগতে আছি।’
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৪/এমএস