Connect with us
ক্রিকেট

ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন সাকিব

Shakib told about his future career plans
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

চলতি বছরের মার্চে ৩৭ পেরিয়ে ৩৮-এ পা দিয়েছেন সাকিব আল হাসান। বসয় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাট-বলের ধারও কমেছে এই অলরাউন্ডারের। জাতীয় দলে সঙ্গে তিনি খুব বেশি সময় নেই সেটা জানিয়েছেন আগেই। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা রয়েছে সাবেক টাইগার দলপতির।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশ করেছেন সাকিব। ব্যাটে-বলে নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। এর ফলে ক্রিকেট পাড়ায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত অনেকেই। তবে সাকিব নিজেই এবার তার পরিকল্পনার কথা জানিয়েছেন।

আজ (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) যোগ দিতে দেশ ছাড়ার আগে বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে নিজের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘নিজের জন্য কোনো পরিকল্পনা নাই। এখন পরিকল্পনা হচ্ছে– দুইটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে সামনে। একটা হচ্ছে এমএলসি (যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট, যেটার জন্য এখন যাচ্ছি। এরপরই আছে গ্লোবাল টি-টোয়েন্টি, যেটা কানাডাতে। দুটা টুর্নামেন্ট খেলি, এরপর দেখি আমার নিজের কি অবস্থা। এরপর দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে, পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ।’

আরও পড়ুন:

» লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন শরিফুল

» টিম বাস মিস করায় আমাকে খেলায়নি এটি সত্য নয় : তাসকিন 

দীর্ঘ সময়ের জন্য কোনো পরিকল্পনা করেননি সাকিব। ক্যারিয়ারের শেষ সময়ে থাকায় ছোট ছোট পরিকল্পনা নিয়েই এগোবেন তিনি, ‘আপাতত পরিকল্পনা এটুকুই। খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজেরও বোঝার দরকার আছে। এখন আসলে ওরকম সময় নেই যে তিন বছর বা চার বছর সময়ের প্ল্যান করবো। আমার মনে হয় তিন মাস ছয় মাসের প্ল্যান করাটাই ভালো। এর পরবর্তী প্ল্যানটা তার পরে। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে।’

আগামী ৬ জুলাই থেকে মাঠে গড়াবে আমেরিকার ঘরোয়া ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় আসর। এই টুর্নামেন্টে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। আগামী ২৯ জুলাই এই টুর্নামেন্টের পর্দা নামবে। এমএলসির পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে যোগ দিবেন সাকিব।

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট