গত এপ্রিলে জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পান পাকিস্তানের মুশতাক আহমেদ। চুক্তি অনুযায়ী এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই সাকিব-রিশাদদের দায়িত্বে থাকার কথা ছিল তার। তবে এই কিংবদন্তির কাজে সন্তুষ্ট হয়ে নতুন করে চুক্তি বাড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (২ জুলাই) মিরপুরে বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে মুশতাকের চুক্তির বিষয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘মুশতাকের সঙ্গে চুক্তি নবায়ন করতে আমরা প্রস্তুত। পাশাপাশি আমরা আবার নতুন নতুন কিছু বিকল্পও খুঁজছি, সব জায়গাতেই। দেখা যাক আমাদের কি কি বিকল্প আছে।’
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বিশেষ করে লেগস্পিনার রিশাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তিনি।
আরও পড়ুন:
» লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন শরিফুল
» ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন সাকিব
বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারের ঘাটতি অনেক আগে থেকেই। এই ঘাটতি পূরণে মুশতাকের হাত ধরেই এগিয়ে যাচ্ছেন রিশাদ হোসেন। যেখানে জাতীয় দলের একাদশে কোনো লেগ স্পিনারই সুযোগ পেত না, সেখানে নিয়মিত দলে সুযোগ পেয়েছেন রিশাদ। তার প্রতি কোচের আস্থার কারণেই এমনটা সম্ভব হয়েছে।
আর কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন রিশাদ। নিজেকে প্রমাণের ক্ষেত্রে এবারের বিশ্বকাপ ছিল তার কাছে একটি বড় সুযোগ। আর সেখানেই নিজের সক্ষমতার জানান দিয়েছেন এই উঠতি তারকা।
মুশতাকের অধীনে রিশাদের মতো আরও লেগস্পিনার আসবে জাতীয় দলে, এমনটা নিশ্চয়ই প্রত্যাশা করছে বিসিবি। আর সে ভাবনা থেকেই রিশাদদের দায়িত্বে এই পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনারকে দীর্ঘমেয়াদি চুক্তিতে রাখতে প্রস্তুত দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৪/বিটি