Connect with us
ক্রিকেট

বাবর টি-টোয়েন্টি খেলার যোগ্য নয়, বলছেন শোয়েব মালিক

বাবরকে নিয়ে কথা বললেন শোয়েব মালিক। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভালো কোন স্মৃতি নিয়ে ফিরতে পারেনি পাকিস্তান দল। ২০০৭ সালের পর এবারই প্রথমবার বৈশ্বিক এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব বাধা পেরোতে পারেনি ম্যান ইন গ্রীনরা। এমনকি প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্রের কাছেও ধরাশায়ী হয়েছে বাবর আজমের দল।

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পর তাই পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে হচ্ছে বেশ সমালোচনা। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে করছেন কাটাছেরা। প্রশ্ন উঠেছে পাক অধিনায়ক বাবর আজমের সক্ষমতা নিয়েও। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার শোয়েব মালিক মনে করেন বাবর টি-টোয়েন্টি ক্রিকেট খেলার যোগ্যই নয়।

সম্প্রতি ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল ‘স্টার স্পোর্টসে’র এক আলোচনায় মালিক বলেন, ‘আমাদের সেরা প্লেয়ার কে? আমাদের সেরা প্লেয়ার বাবর আজম। আমি শীর্ষস্থানীয় ৪-৫ দেশের কথা বলছি। এখন সে যেই ফর্মে আছে, এটা নিয়ে বাবর কি সেই সমস্ত দলের প্ৰথম একাদশে জায়গা পাবেন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের হয়ে নির্দিষ্ট এই ফরম্যাটে? এর উত্তর হচ্ছে– না।’

বাবরের কাধে অধিনায়কত্বের দায়িত্ব নেয়া উচিৎ নয় বলে মনে করেন শোয়েব, ‘আমি জানি না তাকে কে বলেছে ক্যাপ্টেন্সি নাও, অনেক আগে থেকেই আমি তাকে এমন দায়িত্ব নিতে নিষেধ করে আসছি। আপনি ক্লাস প্লেয়ার, সেই ক্লাস তখনই কাজে লাগাতে পারবেন, যখন আপনার কাঁধে অতিরিক্ত দায়িত্ব নেই। বাবর-রিজওয়ান দুজনকেই আগে থেকে স্ট্রাইকরেট নিয়ে কাজ করতে বলা হয়েছিল।’

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের চেনা ছন্দে ছিলেন না বাবর আজম। ব্যাট হাতে মেটাতে পারেননি দলের প্রয়োজন। ৪ ইনিংসে করেছেন মাত্র ১২২ রান। টুর্নামেন্ট ৪০.৬৬ গড় থাকলেও, স্ট্রাইকরেট টি-টোয়েন্টি সুলভ নয়, মাত্র ১০১.৬৬।

এর আগে গেল বছরই ভারত বিশ্বকাপের ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। তারপর নিজ থেকেই পাকিস্তানের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর। তখন সীমিত ওভারের দুই ফরমেটে শাহীন আফ্রিদিকে করা হয় দলের অধিনায়ক। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বাবরকে ফেরানো হয়েছে অধিনায়কত্বের দায়িত্বে। তবে আরও একটা বিশ্বকাপ ব্যর্থতায় এবার বাবরের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে আলোচনা।

আরও পড়ুন: কলম্বিয়ার বিপক্ষে ড্র করেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট