Connect with us
ক্রিকেট

এলপিএলে হৃদয়-মুস্তাফিজদের টানা দ্বিতীয় হার

LPL 2024_Dambulla Sixers vs Jafna Kings
জাফনার কাছে ৪ উইকেটে হেরেছে ডাম্বুলা। ছবি- সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে শুরুটা ভালো হয়নি ডাম্বুলা সিক্সার্সের। উদ্বোধনী ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে হারের পর ফিরতি ম্যাচে আজ  জাফনা কিংসের মুখোমুখি হয় দলটি। তবে এ ম্যাচেও হারের মুখ দেখেছেন হৃদয়-মুস্তাফিজরা। এদিন হৃদয় ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতেও ভালো করেছেন মুস্তাফিজ। 

বুধবার (৩ জুলাই) পাল্লেকেলেতে শুরুতে টস জিতে ডাম্বুলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জাফনার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে ডাম্বুলা। জবাবে শেষ বল পর্যন্ত খেলে ৪ উইকেটের জয় তুলে নেয় জাফনা।

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় জাফনা। তবে উদ্বোধনী জুটি বেশি বড় করতে পারেনি দলটি। দলীয় ৩০ রানের মাথায় ডাম্বুলাকে প্রথম ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। ধীরগতিতে খেলতে থাকা কুশাল মেন্ডিস স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

আরও পড়ুন:

» র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন হার্দিক, এগোলেন সাকিবও

» চোটে পড়া মেসিকে কি কোয়ার্টার ফাইনালে পাওয়া যাবে? 

কুশাল ফিরে গেলে নুয়ান থিশারা ও মোহাম্মদ নবি মিলে আরো দুটি উইকেট তুলে নেন। দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় জাফনা। পরবর্তীতে আভিস্কা ফার্নান্দো ও চারিথ আসালাঙ্কার ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। চতুর্থ উইকেটে ৬৬ বলে ১৩৪ রান যোগ করেন এই দুই ব্যাটার।

ইনিংসের ১৬তম ওভারে আবারও ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজ। এ ওভারে মাত্র ৩ রান দিয়ে আসালাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন কাটার মাস্টার। পরের ওভারে ৫ রান দিয়ে উইকেট তুলে নিয়ে জাফনাকে কিছুটা চাপে ফেলে দেন থুশারা। এরপর মুস্তাফিজের চতুর্থ ওভারে দুর্দান্ত এক রানআউট করে ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরালে জয়ের আশা দেখে ডাম্বুলা। তবে শেষ বলে মুস্তাফিজের শেষ বলে চার মেরে রানের ব্যবধান কমিয়ে নেয় জাফনা। শেষ ওভারে ৪ রান তুলে ম্যাচ জিতে নেয় দলটি।

জাফনার হয়ে ৩৪ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আভিস্কা। এছাড়া আসালাঙ্কা ৩৬ বলে ৫০ এবং নিসাঙ্কা ১৮ বলে ২৭ রান করেন। ডাম্বুলার পক্ষে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়া থুশারা ২টি ও নবি ১টি উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে দানুশকা গুনাথিলাকার উইকেট হারায় ডাম্বুলা। এরপর কুশাল পেরেরা ও নুয়ানিন্দু ফার্নান্দো মিলে দলের প্রাথমিক বিপত্তি সামাল দেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৪ বলে ১০৮ রান যোগ করেন এই দুই ব্যাটার।

দলীয় ১২৬ রানের মাথায় আউট হয়ে যান নুয়ানিন্দু। ৩৫ বলে ৪০ রানে তার বিদায়ের পর তাওহীদ হৃদয়ের পরিবর্তে ব্যাটিংয়ে আসেন মার্ক চ্যাপম্যান। এরপর তৃতীয় উইকেট জুটিতেই ম্যাচ শেষ করে আসে পেরেরা ও চ্যাপম্যান। যার ফলে আজ ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি হৃদয়।

কুশাল পেরেরার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ১৯১ রানের পুঁজি পায় ডাম্বুলা সিক্সার্স। কুশাল ৫২ বলে ১০২ রান করেন যেখানে ১০টি চার ও ৫টি ছক্কার মার ছিল। এছাড়া ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন চ্যাপম্যান। জাফনার পক্ষে চার ওভারে ২৫ রান খরচায় ২টি উইকেট শিকার করেন ধনাঞ্জয়া ডি সিলভা।

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট