Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে না পেরে হতাশ শরিফুল

Shoriful disappointed not being able to play any match in the World Cup
এলপিএল খেলতে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শরিফুল। ছবি- সংগৃহীত

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ছন্দে ছিলেন পেসার শরিফুল ইসলাম। তাই অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে উড়াল দিয়েছিলেন তিনি। তবে ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়ে প্রায় ১০ দিনের জন্য মাঠের বাইরে চলে যান। পরবর্তীতে মূল পর্বের কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি এই বাঁহাতি পেসার।

বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে না পেরে কিছুটা কষ্ট পেয়েছেন শরিফুল। আজ বুধবার (৩ জুলাই) লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন এই পেসার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার ওপর আর কিছু করার নেই। অনেক আশায় ছিলাম যে একটা ম্যাচ হলেও খেলব। সেটা না হওয়ায় একটু কষ্ট লাগা আর কি।’

আরও পড়ুন:

» এলপিএলে হৃদয়-মুস্তাফিজদের টানা দ্বিতীয় হার 

» র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন হার্দিক, এগোলেন সাকিবও

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর আর মাঠে নামা হয়নি শরিফুলের। চলমান এলপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরবেন তিনি। আর সেখানে দারুণ কামব্যাক করতে চান এই পেসার, ‘এলপিএলে যাচ্ছি ইনশাআল্লাহ নিজের সেরাটা যেন দেওয়ার চেষ্টা করব। অনেক দিন থেকে হয়ত ম্যাচ খেলা হচ্ছে না। সেক্ষেত্রে এখানে ম্যাচ খেলে আগের মতো আবার কামব্যাক করতে চাই।’

গতকাল (২) জুলাই এলপিএলে ডাক পেয়েছেন শরিফুল। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ফ্যালকনস। এবারের আসরে শরিফুল ছাড়া আরও ৩ বাংলাদেশি ক্রিকেটার খেলছেন। ডাম্বুলা সিক্সার্সের হয়ে তাওহীদ হৃদয় ও মুস্তাফিজ এবং কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তাসকিন আহমেদ।

আগামী ৬ জুলাই মুখোমুখি হবে ক্যান্ডি ফ্যালকনস ও কলম্বো স্ট্রাইকার্স। এ ম্যাচে তাসকিন ও শরিফুল একাদশে সুযোগ পেলে তাদের মুখোমুখি লড়াইয়ের দেখা মিলবে ।

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট