Connect with us
ফুটবল

ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ, ম্যাচগুলো কখন?

Who are the opponents in the quarter-finals of the Euro, when are the matches?
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪। ছবি- সংগৃহীত

চলমান ইউরোর শেষ ষোলোর জমজমাট লড়াই শেষে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটটি দল। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দলগুলো। এবার জেনে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কে কার বিপক্ষে লড়বে এবং ম্যাচগুলো কখন অনুষ্ঠিত হবে।

শেষ ষোলোর লড়াই শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা দলগুলো হলো- ফ্রান্স,ইংল্যান্ড, স্পেন, জার্মানি, সুইজারল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক। যেখানে একপাশে রয়েছে ফ্রান্স, স্পেন, জার্মানি ও পর্তুগাল। এপাশ থেকে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পর একটি দল ফাইনালে উঠবে।

অন্যপাশে রয়েছে ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও তুরস্ক। এপাশ থেকে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পর একটি দল ফাইনালের টিকিট কাটবে।

আরও পড়ুন:

» চোটে পড়া মেসিকে কি কোয়ার্টার ফাইনালে পাওয়া যাবে?

» কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কার খেলা কবে 

আগামী ৫ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন-জার্মানি এবং পর্তুগাল-ফ্রান্স। পরদিন ৬ জুলাই মুখোমুখি হবে ইংল্যান্ড-সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস-তুরস্ক।

২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর সময়সূচি

তারিখম্যাচভেন্যুবাংলাদেশ সময়
 ৫ জুলাই স্পেন বনাম জার্মানি স্টাটগার্ট রাত ১০ টা
 ৫ জুলাই পর্তুগাল বনাম ফ্রান্স হ্যামবার্গ রাত ১ টা
৬ জুলাই ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড ডুসেলডরফ রাত ১০ টা
৬ জুলাই নেদারল্যান্ডস বনাম তুরস্ক বার্লিন রাত ১ টা

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল