Connect with us
ফুটবল

কোপা আমেরিকার ইতিহাসে মেসির যত অর্জন

Messi's achievements in the history of the Copa America
২০২১ কোপা আমেরিকা মেসির ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা। ছবি- সংগৃহীত

২০২১ সালের ১০ জুলাই৷ গত দুই আসরে ফাইনালে হেরে যাওয়ার অভিশাপ নিয়ে আরো একটি কোপা আমেরিকার মেসি ও তার  ফাইনালে হাজির আর্জেন্টিনা৷ ট্রফি ক্যাবিনেটে ৩২ বছরের শিরোপা খরা চলছে৷ এমন মুহূর্তে প্রতিপক্ষ যখন স্বাগতিক ব্রাজিল, তখন কোপা আমেরিকায় মেসির আন্তর্জাতিক শিরোপা জয়ের আরেকটি স্বপ্নভঙ্গ  উঁকি দিচ্ছিলো৷ 

কারণটা পরিষ্কার, কোপা আমেরিকার গত আসরেই শিরোপা ঘরে তুলেছিল সেলেসাওরা। তাই ২০২১ সালেও তারকায় ঠাসা দলটি ফেভারিট হয়েই ফাইনাল খেলে৷ কিন্তু মাঠের ফুটবলে তেমন কোনো পার্থক্য ছিল না৷ দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে শেষ পর্যন্ত ডি মারিয়ার গোলে দীর্ঘ ৩২ বছরের শিরোপা নামক আক্ষেপ মেটায় আর্জেন্টিনা। মারাকানায় সেদিন ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে লিওনেল মেসি উঁচিয়ে ধরেন ক্যারিয়ারের প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা৷। যা ছিল কোপা আমেরিকায় তার সর্বোচ্চ সাফল্য৷

শুধু শিরোপা নয়, ব্যক্তিগত অর্জনেও কোপা আমেরিকার সেই আসরে অনন্য ছিলেন লিওনেল মেসি৷ ৭ ম্যাচে ৪ গোল ও ৫ অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন মেসি৷ একই সঙ্গে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়৷ কোপা আমেরিকায় যদি আবারও টুর্নামেন্ট সেরার কৃতিত্ব অর্জন করেন মেসি, তাহলে কোপার ১০৮ বছরের ইতিহাসে তিনিই হবেন টানা দুই টুর্নামেন্টের সেরা ফুটবলার।

Lionel Messi is the best player at the CONMEBOL Copa America 2021

২০২১ কোপা আমেরিকার সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আরও পড়ুন:

» কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনার যত শিরোপা জয়

» দক্ষিণ আফ্রিকাকে কেন ‘চোকার্স’ বলা হতো, যেভাবে মুছল বদনাম 

১০৮ বছরের রেকর্ড ভাঙার আগে চলতি কোপা আমেরিকায় নিজের প্রথম ম্যাচেই ৭০ বছরের রেকর্ডের মালিক হলেন মেসি৷ কানাডার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে কোপা আমেরিকার সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলা একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ডবুকে নাম তোলেন লিওনেল মেসি৷ এতে ছাড়িয়ে গেছেন ৩৪ ম্যাচ খেলা চিলির গোলরক্ষক শাস্তিও লিভিংস্টোনকে৷

তবে চলতি আসরে আরো একটি রেকর্ডের মালিক হওয়ার সুযোগ রয়েছে মেসির৷ গোলের হিসেবেও সেরা হওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে৷ কোপা আমেরিকায় এখন পর্যন্ত মেসির পা থেকে এসেছে ১৩ গোল৷ তবে ১৭ গোল নিয়ে কোপা আমেরিকায় যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেন আর্জেন্টিনার নরবের্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনিয়ো৷

কোপা আমেরিকার এবারের আসরে মাত্র ৫ গোল পেলেই সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে চলে যাবেন মেসি৷ যদিও গ্রুপপর্বের কোনো ম্যাচেই এখনো গোল পায়নি আর্জেন্টাইন তারকা, তবে কোয়ার্টার ফাইনালে নিজের স্বরূপে ফিরতে পারেন মেসি৷

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/টিএইচ/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল