Connect with us
ফুটবল

বসুন্ধরা অধ্যায় শেষ করলেন অস্কার ব্রুজন

Oscar Brujon said goodbye to Bashundhara
বসুন্ধরাকে বিদায় জানিয়ে দিলেন অস্কার ব্রুজন। ছবি- সংগৃহীত

টানা ৬ বছর দায়িত্ব পালনের পর বসুন্ধরা কিংস অধ্যায়ের সফল পরিসমাপ্তি ঘটালেন অস্কার ব্রুজন। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বসুন্ধরা কিংসকে বিদায় বলে দিয়েছেন এই স্প্যানিশ কোচ।

শেষ ৬ বছরে অস্কার ব্রুজনের হাত ধরেই অনেক সাফল্যের দেখা পেয়েছে বসুন্ধরা। সবশেষ মৌসুমে তার অধীনে ট্রেবলও জিতেছে দলটি। এমনকি ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছে দ্য কিংসরা।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিদায়ের বিষয়টি জানিয়ে দেন অস্কার। তিনি লেখেন, ‘উভয়পক্ষের সমঝোতার মাধ্যমেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশই করছি ক্লাবের কাছে। আমি সব সময়ই বোঝাপড়ার সাথে বিচ্ছেদের বিষয়টির প্রশংসা করি।’

আরও পড়ুন:

» ব্রাজিলকে ‘প্রাপ্য’ পেনাল্টি না দেয়ায় ভুল স্বীকার করলো কনমেবল

» বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সম্ভাব্য সূচি 

এছাড়া বসুন্ধরা কিংসের ভবিষ্যৎ সফলতা কামনা করে তিনি লেখেন, আমি ক্লাব এবং আমাদের সভাপতির ভবিষ্যতের সাফল্য কামনা করি। সাফল্য অর্জনের একমাত্র উপায় হলো একটি দল হিসেবে কাজ করা, যা আমরা এই ৬ বছরে করেছি। সভাপতি, কোচিং স্টাফ, খেলোয়াড় এবং প্রকৃত সমর্থকদের মধ্যে ঐক্য, বন্ধন এবং বোঝাপড়া সত্যিই অনেক পার্থক্য তৈরি করে দিয়েছে।’

২০১৮ সালে বসুন্ধরা কিংসের দায়িত্ব নেন অস্কার। তার অধীনে বসুন্ধরা কিংস পাঁচটি লিগ, তিনটি ফেডারেশন কাপ ও ৩ টি স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে। মাঝে ২০২১ সালে দুই মাসের জন্য বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই ৪৭ বছর বয়সি স্প্যানিশ।

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল