চলমান কোপা আমেরিকায় গ্রুপ পর্বের লড়াই শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ৮ দল। শুক্রবার (৫ জুলাই) থেকে শুরু হচ্ছে শেষ আটের জমজমাট লড়াই। প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
আগামীকাল ফেভারিট দল হিসেবেই মাঠে নামবে আর্জেন্টিনা। চলতি আসরে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসিরা। তাছাড়া মাঠের শক্তিমত্তার বিচারেও ইকুয়েডরের চেয়ে অনেকে এগিয়ে দলটি। ফিফা র্যাঙ্কিংয়ে ইকুয়েডরের চেয়ে ২৯ ধাপ এগিয়ে রয়েছে শীর্ষে থাকা আলবিসেলেস্তেরা।
সবশেষ পাঁচ মুখোমুখি দেখায় চারটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। তাছাড়া সবশেষ আট ম্যাচে অপরাজিত দলটি। তাই ইকুয়েডরের বিপক্ষে ফেভারিট হিসেবেই লড়বে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আরও পড়ুন:
» বসুন্ধরা অধ্যায় শেষ করলেন অস্কার ব্রুজন
» কোপা আমেরিকা : ভোরে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা, মেসি খেলবেন?
» আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (৪ জুলাই ২৪)
তবে এ ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। চোটের কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলে ছিলেন না এই ইন্টার মায়ামি তারকা। তবে তাকে দলে পেতে শেষ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন কোচ স্কালোনি।
আর্জেন্টিনা-ইকুয়েডরের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের স্পোর্টস ভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস। পাশাপাশি টি-স্পোর্টস অ্যাপেও উপভোগ যাবে ম্যাচটি। এছাড়া ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে ম্যাচটি সরাসরি দেখা যাবে।
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৪/বিটি