ক্যারিয়ারের শেষ ইউরো চ্যাম্পিয়নশীপ খেলছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর আজ থেকেই শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল রাউন্ড যেখানে রাতের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। আজ শুক্রবার (০৫ জুলাই) হেরে গেলে এটাই হয়ে থাকবে ৩৯ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষ ইউরো ম্যাচ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।
ম্যাচটি শুধু যে দুই ইউরোপিয়ান জায়ান্ট দলের লড়াই তা নয়, এটি দুই গুরু-শিষ্যেরও লড়াই। পর্তুগিজ তারকা রোনালদোকে নিজের আইডল মানেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে। ২০২০ ইউরোর গ্রুপ পর্বের পর চলতি ইউরো আসরের কোয়ার্টার ফাইনালেও আবার তাই গুরু-শিষ্যের দেখা হয়ে যাচ্ছে। আজকের জয়ী দল চলে যাবে ইউরোর শেষ চারে, অন্য দলকে এখান থেকেই বিদায় নিতে হবে।
অবশ্য দুই দলের একটিও এখন পর্যন্ত নিজেদের প্রত্যাশা মাফিক খেলা উপহার দিতে পারেনি। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্স দল এখনও ওপেন প্লে থেকে গোলই করতে পারেনি। দুই ম্যাচে তারা দু’টি আত্নঘাতী গোল পেয়েছে, আর পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে এমবাপ্পের গোলে ড্র করেছিল ফরাসিরা।
আরো পড়ুন : পেনাল্টি ঠেকানোতে সফলতার রহস্য জানালেন মার্টিনেজ
অন্য দিকে তারকা খচিত পর্তুগাল দলও নিজেদের সেরা রূপ দেখাতে পারেনি। গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেললেও জর্জিয়ার কাছে হার আর শেষ ষোলোয় স্লোভেনিয়াকে পেনাল্টিতে হারিয়ে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারের টিকিট কাটে পর্তুগিজরা। দলপতি রোনালদোও নেই সেরা ছন্দে। আর স্লোভেনিয়ার বিপক্ষে তিনি যে পেনাল্টি মিস করেছিলেন, সেটা হয়তো আর মনে করতেও চাইবেন না রোনালদো।
তবে মজার বিষয় হলো, দু’দলের ইউরোপীয় প্রতিযোগিতায় লড়াই বেশ হাড্ডাহাড্ডি হয়ে থাকে। টুর্নামেন্টে সবশেষ ৪ বারের দেখায় ৩ ম্যাচই ড্র দিয়ে সমাপ্ত হয়েছে। আর ২০১৬ ইউরোর ফাইনালে তো এই ফ্রান্সকে হারিয়েই ইতিহাসে প্রথমবারের মত বড় কোন শিরোপা জেতে পর্তুগাল। সেবারও দলের অধিনায়ক ছিলেন রোনালদো।
আজ তাই ফরাসিদের সামনে সুযোগ পর্তুগালকে কোয়ার্টার থেকে বিদায় করে ফাইনাল হারের কিছুটা হলেও প্রতিশোধ তোলা। নাকি শেষবারের মতো আরেকটি রোনালদোর বীরত্ব গাঁথা দেখবে ফুটবল বিশ্ব?
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৪/এমএস