Connect with us
ফুটবল

কোয়ার্টারে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে তিন আর্জেন্টাইন রেফারি

Darío Herrera
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে মূল রেফারি হিসেবে থাকবেন দারিও হেরেরা। ছবি- সংগৃহীত

চলমান কোপা আমেরিকায় কোয়ার্টার পেরিয়ে সেমিফাইনালে উঠতে ব্রাজিলের সামনে বড় বাধা শক্তিশালী উরুগুয়ে। আগামী রবিবার (৭ জুলাই) উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। আসন্ন এই ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ করেছে কনমেবল। যেখানে তিনজনই আর্জেন্টিনার।

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা। তার সহকারী হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান নাভারো ও হুয়ান বেলাত্তি। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে থাকবেন এল সালভাদরের ইভান বারটন এবং ও পঞ্চম রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিকারাগুয়ার হেনরি পুপিরো।

ব্রাজিলের ম্যাচে তিন আর্জেন্টাইন রেফারিকে রাখায় কনমেবলকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। কেননা এর আগে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে নিশ্চিত একটি পেনাল্টি দেওয়া হয়নি ব্রাজিলকে। সে ম্যাচে মূল রেফারি ছিলেন ভেনেজুয়েলার। তবে ভিএআরের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন রেফারি মাউরো ভিগলিয়ানো।

আরও পড়ুন:

» পেনাল্টি মিস করায় বিরক্ত মেসি, কি ভাবছেন কোচ?

» আর্জেন্টিনার কাছে হারের পরই বরখাস্ত হলেন ইকুয়েডর কোচ 

এ নিয়ে পরবর্তীতে ভুল স্বীকার করেছে কনমেবল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, ‘পেনাল্টির বিষয়টি রেফারি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেননি। যদিও কয়েকটি অ্যাঙ্গেল থেকেই তিনি দেখেছেন। ফলে ভিএআর মাঠের সিদ্ধান্তই বহাল রাখার পক্ষে রায় দিয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

এ ঘটনার কারণেই কনমেবলের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে। বিশেষ করে ব্রাজিলের সমর্থকদের দাবি, আর্জেন্টাইন রেফারিরা ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকেন। যদিও এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি ব্রাজিল শিবির।

ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল