চলছে শ্রীলঙ্কার ফ্রাঞ্জাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের পঞ্চম আসর৷ শ্রীলঙ্কার বিভিন্ন শহরের পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে এবারের আসরে৷ দলগুলো হলো, ডাম্বুলা সিক্সার্স, জাফনা কিংস, গল মারভেলস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস।
কুড়ি ওভারের এই টুর্নামেন্ট প্রথম বারের মতো খেলছে চার বাংলাদেশি৷ এর মধ্যে আফগানিস্তানের মোহাম্মদ নবীর নেতৃত্বে ডাম্বুলা সিক্সার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। থিসারা পেরারার অধিনায়কত্বে কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছে তাসকিন আহমেদ৷ অন্যদিকে শেষ মুহূর্তে শরিফুল ইসলামকে দলে ভিড়িয়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গার ক্যান্ডি ফ্যালকন্স৷
শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,পাকিস্তান ও আফগানিস্তানের নামকরা তারকাদের ছড়াছড়ি রয়েছে ফ্রাঞ্জাইজি দলগুলোতে৷
যেকোনো ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় দিক হলো এর প্রাইজমানি। লঙ্কা প্রিমিয়ার লিগেও বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে লোভনীয় সব প্রাইজমানি৷
আরও পড়ুন :
» পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা নিয়ে দোটানা, সমাধান কি?
» কোয়ার্টার ফাইনালে হেরে যা বললেন ব্রাজিল কোচ
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে সর্বোচ্চ ১ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার সমপরিমাণ। অন্যদিকে রানার্সআপ দলের জন্য বরাদ্দ চ্যাম্পিয়নদের অর্ধেক অর্থাৎ ৫০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৫৮ লাখ ৭৬ হাজার টাকা৷
শুধু তাই নয়, টুর্নামেন্টের সর্বোচ্চ সাফল্যধারী ব্যাটার, বোলার কিংবা ফিল্ডারদের জন্যও থাকছে আকর্ষণীয় প্রাইজমানি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর পকেটে যাবে দেড় হাজার ডলার৷ সেরা ফিল্ডারের ঝুলিতে যাবে ১ হাজার ডলার৷
এছাড়া, প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়দের জন্য থাকছে আড়াই হাজার ডলারের অর্থ পুরস্কার৷ টুর্নামেন্টের সেরা ইমার্জিং খেলোয়াড়ের জন্য ২ হাজার ডলার ও পুরো টুর্নামেন্টে দাপিড়ে বেড়ানো সেরা ক্রিকেটারের জন্য থাকছে ৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৮৭ হাজার টাকা।
লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে৷ এরপর গ্রুপ পর্ব শেষ হবে ১৬ জুলাই। গ্রুপপর্বের পাঁচ দলের মধ্যে বাদ পড়বে একটি দল৷ এরপর প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে ১৮ জুলাই।
২১ জুলাই ফাইনালের মাধ্যমে জানা যাবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের নাম। ফাইনালের দিন কোন কারণে বৃষ্টিতে ভেস্তে গেলে পরেরদিন তথা ২২ জুলাই রাখা হয়েছে রিজার্ভ ডে।
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৪/টিএইচ/এসএ