বর্তমানে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যুক্তরাষ্ট্রে রয়েছে সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে এবার এই টুর্নামেন্টে অভিষেক হয়েছে টাইগার অলরাউন্ডারের। এর আগে অভিষেক ম্যাচ জয় দিয়ে রাঙালেও আজ সান ফ্রান্সিস্কো ইউনিকোর্নসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে পরাজয়ের শিকার হয়েছে সাকিবের দল।
চলতি টুর্নামেন্টে খেলা এখন পর্যন্ত দুই ম্যাচেই রানের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। অবশ্য বল হাতে নিজের জাত চেনাতে পারেননি তিনি। রান খরচ করছেন হাত খুলে। গত ম্যাচের মতো আজও শুরুতে উইকেট হারালে দলের হাল ধরতে আসেন সাকিব। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ চার নম্বরে ব্যাট করতে এসে ৬ বাউন্ডারিতে ২৬ বলে ৩৫ রান করেন এই টাইগার অলরাউন্ডার।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে সাকিবের দল নাইট রাইডার্স। প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬৫ রান স্কোরবোর্ডে সংগ্রহ করতে পারে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। জবাব দিতে নেমে ২৮ বল ও ছয় উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে ফেলে সান ফ্রান্সিস্কো ইউনিকোর্নস। এদিন বোলিংয়ে দুই ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচা করেন সাকিব।
আজও ব্যাটিংয়ের শুরুতে হোঁচট খায় নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচেই ব্যর্থ ওপেনার সুনীল নারিন। এদিকে আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান উন্মুক্ত চাঁদ এই ম্যাচে আউট হয়েছেন ডাক মেরে। ১৫ রানে ২ উইকেট হারানোর পর ওপেনার জেসন রয়ের সঙ্গে জুটি বাঁধেন সাকিব। জেসন রয়ের বিদায় তাদের ২৯ রানের দুটি ভাঙলে নীতিশ রৈনিক কুমারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সাকিব।
তাদের দুজনের ৪৫ রানের জুটি ভাঙ্গে সাকিব আল হাসান আউট হলে। হোয়াইট বল খোঁচা দেওয়ার চেষ্টা করে তিনি ক্যাচ দিয়ে ফেরেন উইকেটের পেছনে। এরপর আন্দ্রে রাসেলের ঝড়ো ৪০ ও ডেভিড মিলনের ২৪ রানের সুবাদে লড়াই করার পুঁজি পায় নাইট রাইডার্স। জবাবে ফিন এলেন ও ম্যাথিউ শটের অর্ধশতকে ভর করে সহজ জয় পায় সান ফ্রান্সিস্কো ইউনিকোর্নস।
এর আগের ম্যাচেও দল ব্যাটিং বিপর্যয়ে পড়লে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ১৩ বলে ১৮ রানের একটি ইনিংস খেলেছিলেন সাকিব। অবশ্য সেই ম্যাচে লস এঞ্জেলস নাইট রাইডার্স জিতেছিল নিজেদের বোলারদের দারুন পারফরমেন্সে। যার অভাবে আজ দ্বিতীয় ম্যাচে পরাজয়ের স্বাদ বরন করেছে সাকিব আল হাসানের দল।
আরও পড়ুন: বিশ্বকাপ সেমিফাইনালে খেলা নিম্নমানের উইকেটের ব্যাখ্যা দিলেন কিউরেটর
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৪/এফএএস