Connect with us
ক্রিকেট

চুক্তি নবায়ন না করলেও মুশতাককে পেতে চেষ্টা করবে বিসিবি

Even if the contract is not renewed, BCB will try to get Mushtaq
মুশতাক আহমেদ। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্য রেখে গত এপ্রিলে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পান পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। এর ফলে সদ্য সমাপ্ত বিশ্বকাপই ছিল বাংলাদেশের সঙ্গে তার শেষ কাজ। তবে তার কাজে সন্তুষ্ট হয়ে নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নতুন করে চুক্তি না করে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিয়েছেন এই পাকিস্তানি।

মুশতাক আহমেদের আগে থেকেই ইংল্যান্ডসহ আরও অন্যান্য কিছু চুক্তি করা রয়েছে ডিসেম্বর পর্যন্ত। যার ফলে এখনই তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারছে না বিসিবি। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডসহ এর বাইরেও তার কিছু চুক্তি রয়েছে। তার সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত কিছু চুক্তি করা আছে।’

মুশতাককে এখনি দীর্ঘমেয়াদি চুক্তিতে না পেলেও ভবিষ্যতে তাকে কোচিং প্যানেলে পেতে চেষ্টা করবে বিসিবি। এ নিয়ে তার সঙ্গে কথাও চলছে বিসিবির, ‘আমরা তাকে দলে পেতে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, তাই আপাতত আমরা তাকেই বিবেচনা করছি। তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও আমাদের কথা হচ্ছে।’

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি ফাঁস করেছে ইংলিশ গণমাধ্যম

» দ্বিতীয় ম্যাচেও রান পেয়েছেন সাকিব, তবে হেরেছে তার দল 

গত এপ্রিলে বাংলাদেশ দলে যোগ দিয়ে জিম্বাবুয়ে সিরিজ থেকে দায়িত্ব শুরু করেন মুশতাক। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনে প্রত্যাশিত পারফরম্যান্স করেছে দলের স্পিনাররা। বিশেষ করে লেগস্পিনার রিশাদ হোসেন ছিলেন দুর্দান্ত এবং বাংলাদেশের সেরা পারফর্মরার। যার ফলে তাকে দীর্ঘমেয়াদি চুক্তিতে কোচিং প্যানেলে রেখে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল বিসিবি।

গত ২ জুলাই বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশতাকের সঙ্গে চুক্তি নবায়ন করতে আমরা প্রস্তুত। পাশাপাশি আমরা আবার নতুন নতুন কিছু বিকল্পও খুঁজছি, সব জায়গাতেই। দেখা যাক আমাদের কি কি বিকল্প আছে।’

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট