সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে শ্রীলঙ্কার। টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি। এরপরই পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড। এই ইংলিশ কোচের পদত্যাগের পর নতুন করে কোচ নিয়োগ দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। তবে তার জায়গায় অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়া।
আজ রোববার (৭ জুলাই) জয়াসুরিয়াকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শ্রীলঙ্কার পরবর্তী দুটি সিরিজ ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জয়াসুরিয়া। পূর্ণ মেয়াদে নতুন কোচ পাওয়ার আগ পর্যন্ত এই কিংবদন্তিই থাকবেন দায়িত্বে।
জয়াসুরিয়ার নিয়োগ সম্পর্কে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সনাথের যে অভিজ্ঞতা, তা একটি জাতীয় দলকে পরিচালনা করার জন্য যথেষ্ট। আমরা স্থায়ী কাউকে না পাওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।’
আরও পড়ুন:
» চুক্তি নবায়ন না করলেও মুশতাককে পেতে চেষ্টা করবে বিসিবি
» চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি ফাঁস করেছে ইংলিশ গণমাধ্যম
জয়াসুরিয়ার কোচিং ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ নয়। তবে এর আগে শ্রীলঙ্কার ক্রিকেট পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির পরামর্শকের ভূমিকায় ছিলেন এই কিংবদন্তি ওপেনার। এছাড়া এলসিসির প্রধান নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি।
চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কা সফর করবে ভারত। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৩ টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি। এরপর আগস্টে ইংল্যান্ড সফরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৪/বিটি