Connect with us
ক্রিকেট

তামিম-সাকিবের পর ওয়ানডেতে সাত হাজারি ক্লাবে মুশফিক

সাত হাজারি ক্লাবে মুশফিক (সংগৃহীত)

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের ক্লাবের সদস্য হয়েছিলেন সাকিব আল হাসান। এ জন্য ২২৮ ম্যাচে ২১৬ ইনিংস খেলেন সাকিব।

এবার সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টাইগারদের উইকেট-কিপার ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচের আগে ওয়ানডে ক্রিকেটে সাত হাজারি ক্লাবের সদস্য হতে তার দরকার ছিল ৫৫ রান। আজকের ম্যাচের মধ্য দিয়েই এই মাইলফলকে পৌঁছালেন দেশসেরা এই উইকেট-কিপার ব্যাটার।

এই মাইলফলক ছুতে ২৪৩ ম্যাচে ২২৮ ইনিংস খেলেছেন ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া মুশফিক। এর মধ্যে ৮ সেঞ্চুরির সঙ্গে ৪৪টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।

অপরদিকে এরও আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাত হাজারি ক্লাবে পৌঁছেছিলেন শুধুমাত্র টাইগারদের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে এই ক্লাবে নাম লেখাতে ২৩৫ ম্যাচে ২১৪ ইনিংস খেলেছিলেন তামিম।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের এমন হারের ৩ কারণ

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট