Connect with us
ক্রিকেট

আবারও আইপিএলে ফিরছেন দ্রাবিড়!

Rahul Dravid
রাহুল দ্রাবিড়। ছবি - সংগৃহীত

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। এটা এখন পুরোনো খবর। তবে নতুন খবর হলো আবারও আইপিএলে ফিরতে পারেন ‘দ্যা ওয়াল’ খ্যাত এই কিংবদন্তি সাবেক ব্যাটার। তবে এবার দলের মেন্টর হিসেবে। ভারতের একাধিক গণমাধ্যম দাবি করেছে, আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার সাবেক এই হেড কোচকে।

এতদিন কলকাতার মেন্টর হিসেবে দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। তার অধীনে দীর্ঘদিন পর আইপিএলের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কেকেআর। অধিনায়ক হিসেবেও শাহরুখের দলের হয়ে শিরোপা জিতেছিলেন গৌতম। সম্প্রতি কলকাতার দায়িত্ব ছেড়ে ভারত জাতীয় দলের হেড কোচের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। গত মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তাই গম্ভীরের স্থলাভিষিক্ত হিসেবে দ্রাবিড়কে মেন্টরের দায়িত্ব দিতে চায় কেকেআর। এজন্য নাকি বড় অঙ্কের প্রস্তাবও পেয়েছেন তিনি। জানা গেছে, কেকেআর ছাড়াও আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়কে ডেরায় ভেড়াতে আগ্রহী। এজন্য নাকি বিসিসিআইয়ের চেয়েও মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে তারা প্রস্তুত। ভারতের হেড কোচ থাকাকালীন রাহুলের বেতন ছিল ১২ কোটি রুপি।

আরো পড়ুন : বিশ্বকাপ ব্যর্থতায় ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করল পিসিবি

তবে আইপিএলে এটাই রাহুলের প্রথম দায়িত্ব গ্রহণ হবে না। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া এই ব্যাটার ২০১৪ ও ২০১৫ সালের আইপিএলেও রাজস্থান রয়্যালসের মেন্টর পদে ছিলেন। আর ক্রিকেটার হিসেবেও তিনি রাজস্থানের হয়ে খেলেছেন। রাজস্থানের পর দিল্লি ক্যাপিটালসেরও মেন্টর হিসেবে কাজ করেছেন দ্রাবিড়। এরপরই জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন ‘দ্যা ওয়াল’।

ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশীপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তুললেও শিরোপা জেতাতে পারেননি। অবশেষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এই কিংবদন্তি। এবার দেখার পালা, ফের আইপিএলে তিনি ফেরেন কিনা।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট