Connect with us
ক্রিকেট

ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন গৌতম গম্ভীর

Gautam Gambhir appointed as India's head coach
গৌতম গম্ভীর। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রধান কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট দলের অধ্যায়ে সমাপ্তি ঘটিয়েছেন রাহুল দ্রাবিড়। মাঝে বেশ কয়েকদিন রোহিত-কোহলিদের জন্য কোচ খোঁজাখুঁজির পর, অবশেষে নতুন কোচ নিয়োগ দিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সবশেষ  টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

আজ মঙ্গলবার (৯ জুলাই) গৌতম গম্ভীরকে প্রধান কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি গৌতম গম্ভীরকে ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে স্বাগত জানাই।’

তিনি আরো লিখেছেন, ‘আধুনিক দিনের ক্রিকেট দ্রুত বিকশিত হচ্ছে, এবং এই পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন গৌতম। তার পুরো ক্যারিয়ারে অসংখ্য ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাই আমি আত্মবিশ্বাসী যে গৌতম ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য যোগ্য ব্যক্তি।’

আরও পড়ুন:

» আগামী বিশ্বকাপে ভালো করার উপায় জানিয়ে দিলেন নান্নু

» ইউরোর দলগুলোকে আমেরিকান কাপে আমন্ত্রণ জানালেন স্কালোনি 

ভারতের জার্সিতে ওপেনার হিসেবে ক্রিকেটের সব ফরম্যাটেই বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে গম্ভীরের। ২০০৯ সালে আইসিসি টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার জিতেছিলেন তিনি। সেই বছর বিশ্ব টেস্ট একাদশে নাম লেখান এই ওপেনার। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর শিরোপা ঘরে তুলে ভারত। সে ম্যাচে ১২২ বলে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ওপেনার।

২০১৮ সালের ডিসেম্বরে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান গম্ভীর। ২০২২ ও ২০২৩ সালে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করে দলকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন এই সাবেক।

জাতীয় দলের হয়ে ৫৮ টি টেস্ট, ১৪৭ টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গম্ভীর। ভারতের জার্সিতে ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০১০ এশিয়া কাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয় করেছেন এই সাবেক ওপেনার।

আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই টিম ইন্ডিয়ার হয়ে কাজ শুরু করবেন গম্ভীর। এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ম্যান ইন ব্লুসরা।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট