Connect with us
ক্রিকেট

টেস্ট ক্রিকেটে আগের রূপেই রাঙিয়ে যেতে চান মুমিনুল

Mominul wants to continue as before in Test cricket
মুমিনুল হক। ছবি- সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম উজ্জ্বল তারকা মুমিনুল হক। লাল বলের ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন সাবেক টেস্ট অধিনায়ক। মাঝে বেশ কয়েকটি সিরিজে ব্যাট হাতে হতাশ করলেও পুনরায় ছন্দ ফিরে পেয়েছেন তিনি। আর এই ছন্দ ধরে রেখেই খেলা চালিয়ে যেতে চান বাংলাদেশের ‘ব্রাডম্যান’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টেস্টে তার ১২ টি সেঞ্চুরিসহ একটি ছবি শেয়ার করেছেন মুমিনুল। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ক্রিকেট যাত্রায় আমার কিছু অবিস্মরণীয় সেঞ্চুরি। ইনশাআল্লাহ, এভাবেই চলবে।

২০১৩ সালে শ্রীলঙ্কার মাটিতে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয় মুমিনুলের। অভিষেক ম্যাচেই অর্ধশতক হাকান তিনি। লঙ্কানদের বিপক্ষে সেই সিরিজে তিন ইনিংসে ৫২ গড়ে ১৫৬ রান করেছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একই বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম শতকের দেখা পান এই ব্যাটার। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেন তিনি। এর ফলে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টানা দুই টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন এই বাহাতি।

আরও পড়ুন:

» ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন গৌতম গম্ভীর

» নেইমারের মাঠে ফেরা নিয়ে যা জানা গেল 

» ইউরোর সেমিফাইনাল ম্যাচসহ আজকের খেলা (১০ জুলাই ২৪)

২০১৫ সালের মধ্যে ১৫ টেস্ট ম্যাচ খেলে একমাত্র বাংলাদেশি হিসেবে এক বিরল রেকর্ড গড়েন মুমিনুল। টানা ১১ ম্যাচে কমপক্ষে ১টি করে হাফ সেঞ্চুরি বা তার বেশি রান করার কীর্তি গড়েন তিনি। নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডস এবং ভারতের দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের পাশে। টেস্ট ক্রিকেটে তাদেরও টানা ১১ ম্যাচে অর্ধশতক রয়েছে।

এছাড়া বাংলাদেশিদের মধ্যে প্রথম ব্যাটার হিসেবে টানা দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন মুমিনুল। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ১০টি সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের ‘ব্রাডম্যান’ খ্যাত এই ব্যাটার।

আগামী আগস্টে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে নিজের সেরা ছন্দের প্রতিফলন ঘটাতে চাইবেন এই ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট