বর্তমানে মেজর লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের ম্যাচে সাকিব ব্যাটে রান পেলেও জিততে পারেনি তার দল। তবে আজ ব্যাট-বল উভয় বিভাগেই ব্যর্থ হয়েছেন সাকিব। সাকিবের ব্যর্থতার দিনে জিততেও পারেনি নাইট রাইডার্স। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে টানা দুই হারের স্বাদ পেল সাকিবের দল।
আজ টস হেরে আগে ব্যাট করতে নামে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। এদিন জেসন রয়ের অর্ধশতক এবং ডেভিড মিলারের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ১৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। জবাবে ব্যাট করতে নেমে রিয়ান রিকেলটনের সেঞ্চুরি ও কুইন্টন ডি ককের ফিফটিতে ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সিয়াটেল অরকাস।
এদিন ৬৭ রানে নাইট রাইডার্সের দুই উইকেট পতনের পর দলের চতুর্থ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন সাকিব। তবে এদিন তিনি হতে পারেননি দলের ভরসার নাম। খেলেন ৭ বলে মাত্র ৭ রানের একটি ইনিংস, যেখানে রয়েছে একটি চারের মার। বল হাতেও জ্বলে উঠতে পারেননি তাকে। দুই ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন ২৩ রান বিনিময়ে পাননি কোন উইকেট।
এদিকে সিয়াটেল অরকাসের জয়ের রাতে মেজর লিগ ক্রিকেটের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন রিয়ান রিকেলটন। ৫ ছক্কা ও ৯ চারের বিনিময়ে ৬৬ বলে ১০৩ রান করেন এই প্রোটিয়া ব্যাটার। সর্বোচ্চ ইনিংসের বিচারে টুর্নামেন্টে এটির অবস্থান তৃতীয়। এছাড়া কুইন্টন ডি ককের সঙ্গে টুর্নামেন্ট সেরা ১৫২ রানের জুটি গড়েন তিনি।
প্রসঙ্গত, এবারই প্রথমবারের মতো মেজর লেগ ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের জয়ের রাতে ১৩ বলে ১৮ রান করেছিলেন সাকিব। এরপর দ্বিতীয় ম্যাচে ২৬ বলে ৩৫ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। অবশ্য সেই ম্যাচে হেরে যায় তার দল। আজও সাকিবের ব্যর্থতার দিন টানা দ্বিতীয় পরাজয় দেখল নাইট রাইডার্স।
আরও পড়ুন:
সেমিফাইনালে গোল করে রেকর্ডের খাতায় নাম লেখালেন মেসি
টানা দ্বিতীয়বার জোকোভিচকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন আলকারাজ
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/এফএএস