Connect with us
ফুটবল

ফ্রান্সের নতুন অধিনায়ক হলেন এমবাপ্পে

ফ্রান্সের অধিনায়ক কিলিয়েন এমবাপ্পে (ছবি- ইএসপিএন)

হুগো লরিসের অবসরের পর ফরাসিদের নতুন অধিনায়ক নিয়ে চলছিল আলাপ-আলোচনা। অবশেষে ফ্রান্স ফুটবল দলের গুরু দায়িত্ব দেওয়া হলো এমবাপ্পেকে।

এদিকে সম্ভাব্য অধিনায়কদের তালিকায় ছিলেন- এমবাপ্পে ও আঁতোয়া গ্রিজমান। শেষ পর্যন্ত লরিসের শূন্যস্থান পূর্ণ করলেন এমবাপ্পে।

ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে জানিয়েছে, এমবাপ্পেকে নতুন অধিনায়ক হিসেবে নির্বাচন করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

অপরদিকে কাতার বিশ্বকাপের তিন মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ফ্রান্স। শুক্রবার স্টেদি দি ফ্রান্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে এমবাপ্পেরা।

সেই ম্যাচটি দিয়েই অধিনায়ক হিসেবে এমবাপ্পের যাত্রা শুরু হচ্ছে। ফ্রান্সের হয়ে এ পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলেছেন তিনি। তিনি এ পর্যন্ত ৩৬ গোল করেছেন এবং ২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এছাড়া বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।

আরও পড়ুন: অঘোষিত ফাইনালে বুধবার মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া

ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল