Connect with us
ক্রিকেট

পাকিস্তান সিরিজে পেসারদের নিয়ে আশাবাদী রুবেল হোসেন

Bangladesh Cricket Team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি - সংগৃহীত

আগামী মাস থেকে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগস্ট মাসে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার পর এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের। তবে পেসার রুবেল হোসেন মনে করেন, সিরিজে ভালো করতে হলে বোলারদের ভালো খেলা ছাড়া কোনো বিকল্প নেই।

এক্ষেত্রে টাইগার পেসারদের বলের গতি ও বৈচিত্র্যের কারণেই আশা দেখছেন রুবেল। এছাড়াও তার বিশ্বাস, সুযোগ পেলে টেস্ট ক্রিকেটে লেগি রিশাদ হোসেনের বিরাট সম্ভাবনা আছে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেও বাংলাদেশের হয়ে বোলিং ইউনিটকেই যা প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ইউনিটের ভরাডুবির পর বোলিং বিভাগ সবার সমীহ আদায় করে নিয়েছিল। তবে সাদা পোশাকের ক্রিকেটের পেসারদের পরিসংখ্যান আবার অতটা আশার আলো দেখায় না। এই যেমন, শেষ চার টেস্টে ৭৩ উইকেটের মধ্যে টাইগার পেসাররা মোটে ২৫ উইকেট শিকার করতে পেরেছেন। এরপরও খালেদ, এবাদত, নাহিদদের নিয়ে আত্মবিশ্বাসী রুবেল হোসেন।

আরো পড়ুন : ১৫ তারিখের ফাইনালই কি জাতীয় দলে মেসির শেষ ম্যাচ?

পেসারদের নিয়ে রুবেল বলেন, ‘আমাদের দলে যেসব পেসার আছেন তারা খুব ভালো করছে। বিশ্বকাপেও তাদের পারফর্মেন্স ছিল নজর কাড়ার মত। তারা এখন আগের চেয়ে আত্মবিশ্বাসী। তাই আমার মনে হয়, টেস্টেও তারা ভালো বল করবে। তাদের বলে ভালো গতিও আছে।’

এছাড়াও এখনো টেস্ট অভিষেক না হওয়া রিশাদকে নিয়ে এই টাইগার পেসার বলেন, ‘রিশাদ খুব সিরিয়াস একজন ক্রিকেটার। বিসিবি তাকে বেশ ভালো মত মেন্টেইনও করছে। লেগ স্পিনার হিসেবে রিশাদ তার বলের লাইন এবং লেন্থ নিয়ে বেশ সচেতন। ও দলের ট্রাম্পকার্ড হতে পারে।’

পাশাপাশি রুবেলও এও বলেন, বিশ্বকাপের মত আসন্ন সিরিজে ব্যাটারদের রানখরায় ভোগা যাবে না। তারা যদি বিশ্বকাপের মত অফ ফর্মে থাকেন তাহলে বোলাররা কিছুই করতে পারবে না।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে টাইগারদের পরিসংখ্যান যদিও একদমই ভালো নয়। এ পর্যন্ত ম্যান ইন গ্রিনদের বিপক্ষে মোট ১৩ টি টেস্ট খেলেছে বাংলাদেশ। নেই কোনো জয়, ১ টি ড্র ও ছয়টি টেস্ট হেরেছে ইনিংস ব্যাবধানে। দু’দলের প্রথম টেস্টটি শুরু হবে ২১ আগস্ট পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট