বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহনারা আলম বেশ লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন। সবশেষ লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলেন গত বছরের মে মাসে শ্রীলঙ্কা সফরে। আসন্ন নারী এশিয়া কাপ দিয়ে এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন এই তারকা বোলার। তার এই প্রত্যাবর্তনের গল্প জানিয়ে আজ শুক্রবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে বিসিবি।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে বেশ উচ্ছ্বসিত জাহনারা। এ প্রসঙ্গে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর আবার জাতীয় দলে ব্যাক করেছি। শুকরিয়া জানাই আল্লাহর প্রতি। শেষ এক বছরের মধ্যে আমি ৯ মাস মাস্কো একাডেমিতে ট্রেনিং করেছি। ওখানে সালাউদ্দিন স্যারসহ যারা কোচিং স্টাফ ছিলেন তারা আমার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন।চেষ্টা করেছি যেন ভালো পারফরম্যান্স করতে পারি। প্রতিটি সময় আমি নিজেকে প্রস্তুত রেখেছি। যেন নারী দলে যখনই আমার প্রয়োজন হবে, প্রস্তুত থাকতে পারি।’
আরও পড়ুন:
» বড় জয়ে বিদায় রাঙালেন অ্যান্ডারসন
» পাকিস্তান সিরিজে পেসারদের নিয়ে আশাবাদী রুবেল হোসেন
নারীদের সবশেষ ঢাকা প্রিমিয়ার (ডিপিএল) লিগে দুর্দান্ত বোলিং করে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন জাহনারা। যার ফলে পুনরায় নির্বাচকদের নজর কাড়েন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ সবশেষ প্রিমিয়ার লিগেও ভালো পারফরম্যান্স হয়েছে৷ বলতে পারেন দীর্ঘ ৯ মাসের পরিশ্রম । সবকিছু মিলিয়ে এটা দারুণ অনুভূতি যে আমি আবারও বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারব।’
আগামী ১৯ তারিখ থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে জাহনারা বলেন, ‘এশিয়া কাপে দলের প্রথম লক্ষ্যই থাকবে সেমিফাইনাল খেলা এবং আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠতে পারি তাহলে হয়ত পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ পড়বে। এদিক থেকে আমাদের জন্য একটু সহজ হতে পারে এবং অবশ্যই আমরা সেটাই চেষ্টা করব।’
২০১৮ এশিয়া শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃওতি পুন্রায় ফেরাতে চায় টাইগ্রেসরা, ‘ আমরা যদি বাংলাদেশ দলের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করবো আমাদের সুখস্মৃতি ফিরিয়ে আনার জন্য যেটা ২০১৮ সালে করেছিলাম৷ আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচে আমি যেন দলের জয়ে অবদান রাখতে পারি।’
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/বিটি