২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন। লর্ডসে দারুণ এক জয়ে শেষটা রাঙিয়েছেন এই ইংলিশ পেসার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১১৪ রানের ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। বিদায়ী টেস্টে বল হাতে ৪টি উইকেটও শিকার করেছেন এই ৪২ বছর বয়সী তারকা।
বিদায়ী টেস্টে অ্যান্ডারসনকে গার্ড অব অনার দিয়েছে ইংল্যান্ড ও উইন্ডিজ ক্রিকেটাররা। তার বিদায়বেলায় করতালিতে মুখোরিত হয় পুরো স্টেডিয়াম। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সম্মান জানিয়েছেন বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। অ্যান্ডারসনের বিদায়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বার্তা দিয়েছেন ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুশফিক তাঁর অফিশিয়াল পেজে লিখেছেন, ‘দুর্দান্ত এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন জিমি অ্যান্ডারসন! আপনার সুন্দর অবসর কামনা করছি। আপনি একজন সত্যিকারের কিংবদন্তি।’
আরও পড়ুন:
» পাকিস্তান সফরের আগে চট্টগ্রামে টেস্ট সিরিজ
» ৯ মাস অক্লান্ত পরিশ্রম করে জাতীয় দলে ফিরেছেন জাহানারা
এছাড়া তাসকিন তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘শুভ অবসর, জিমি অ্যান্ডারসন! এই অবিশ্বাস্য ক্যারিয়ারে খেলাটির জন্য আপনার নিবেদন, দক্ষতা, অনুরাগ প্রমাণ হয়ে আছে। অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত ও প্রেরণামূলক পারফরম্যান্সের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানাই।’
দুই দশক আগে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লর্ডসে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যান্ডারসন। এবার সেই লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানলেন এই ৪২ বছর বয়সী কিংবদন্তি। বিদায়বেলায় তার নামে পাশে জ্বলজ্বল করছে ৭০৪ উইকেট। ১৮৮ টেস্টে ৪০ হাজারেও বেশি বার হাত ঘুরিয়ে এই কীর্তি গড়েছেন অ্যান্ডারসন।
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/বিটি