২০২১ সালে কোপা আমেরিকায় শিরোপা জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোনো প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপরেই পালটে যায় আকাশী-নীলদের ফুটবল চিত্র। লিওনেল মেসির নেতৃত্বে কোচ স্কালোনির অধীনে একের পর এক মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলেছে দলটি। এবার আলবিসেলেস্তেদের সামনে আরো একটি কোপার শিরোপা জয় হাতছানি দিচ্ছে। ফাইনালে মাঠে নামার আগে আগে সতীর্থদের নিয়ে এক অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন আর্জেন্টাইন দলপতি মেসি।
রবিবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি তার অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট শেয়ার করেন। যার ক্যাপশনে তিনি লিখেন, ‘কোপা আমেরিকার শেষ দিন। আবারও আমরা শেষ পর্যন্ত পৌঁছেছি। যারা সবসময় খেলা দেখেন এবং যারা সবসময় ক্যামেরার পিছনে আছেন এবং সকলের কঠোর পরিশ্রম ছাড়া এখানে পৌঁছানো সম্ভব হতো না।’
‘সতীর্থ, কারিগরি সংস্থা, জাতীয় দলের কর্মী এবং সমস্ত আর্জেন্টাইন যারা আমেরিকায় এসে আমাদের উৎসাহিত করেছেন এবং যারা আমাদের দেশ এবং অন্য জায়গা থেকে এসে আমাদের সমর্থন করতে পারেননি, সকলের প্রচেষ্টা এবং আবেগের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সবার জন্য একটি বড় আলিঙ্গন, চলো আর্জেন্টিনা।’
আরও পড়ুন:
» ইউরোপ-আমেরিকায় ফুটবল বসন্ত, পাঠকের ভোটে এগিয়ে আর্জেন্টিনা-স্পেন
» সুয়ারেজের গোলে সমতা, টাইব্রেকারে কানাডাকে হারাল উরুগুয়ে
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ লাতিনের আরেক পরাশক্তি কলম্বিয়া। এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা অধ্যায়ে ইতি টানবেন বিশ্বকাপজয়ী তারকা ডি মারিয়া। গুঞ্জন রয়েছে ডি মারিয়ার সঙ্গে বিদায় নিতে পারেন লিওনেল মেসিও। তাই শেষটা হাসিমুখেই শেষ করতে চাইবেন এই দুই তারকা।
আগামীকাল সোমবার (১৫ জুলাই) লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া৷ ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৪/বিটি