ফুটবল প্রেমীদের জন্য সময়টা যাচ্ছে বেশ জমজমাট। একই সময় চলছে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। রাতে ইউরোপা চ্যাম্পিয়নশিপের খেলা দেখার পর সকালেও তারা উপভোগ করতে পারছেন কোপা আমেরিকার মহারণ। এবার এই দুই টুর্নামেন্টই এসে দাঁড়িয়েছে আসরের অন্তিম মুহূর্তে। ইউরো ও কোপা উভয় টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন নির্ধারণে বাকি রয়েছে কেবল চূড়ান্ত একটি করে ফাইনাল ম্যাচ।
আজ রোববার (১৪ জুলাই) রাত ১টায় মাঠে গড়াবে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। যেখানে স্পেন নিজেদের চতুর্থ ও ইংল্যান্ড নিজেদের প্রথম ইউরো শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অপরদিকে কোপার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে থাকবে গোটা টুর্নামেন্টে অপরাজেয় থাকা কলম্বিয়া। তবে এবার প্রশ্ন উঠছে আসর শেষে কোন টুর্নামেন্টে, কোন দল পাবে কত টাকা?
অনেকটাই অনুমেয় ভাবে ইউরো চ্যাম্পিয়নশিপের ঘোষিত প্রাইজমানি কোপা আমেরিকার থেকে বহু গুণে বেশি। তবে আর্জেন্টিনা-ব্রাজিলের মত দুই চিরপ্রতিদ্বন্দ্বী একসঙ্গে থাকছে যে টুর্নামেন্টে সেটাও নেই। কোপার এবারের আসরে থাকছে রেকর্ড ৭২ মিলিয়ন ডলার প্রাইজমানি। যেখানে অংশগ্রহণ করলেই প্রতি দল পাচ্ছে ২ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ৪৩ লাখ টাকার বেশি।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে সাড়ে ৩ মিলিয়ন ডলার করে। বাংলাদেশের মুদ্রায় যার সংখ্যা দাঁড়ায় প্রায় ৪১ কোটি টাকা। টুর্নামেন্টের চতুর্থ স্থান দখল করা দল পাবে ৪ মিলিয়ন ডলার বা ৪৬ কোটি ৮৬ লাখ টাকারও বেশি। আর তৃতীয় অবস্থানে থাকা দলটি পাবে ৫ মিলিয়ন ডলার যার বাংলাদেশি মূল্য প্রায় ৫৮ কোটি ৫৮ লাখ টাকা।
এদিকে আগামীকাল সকালে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচে যারা পরাজিত হবে অর্থাৎ রানার্স আপ হবে তারা পাবে ৭ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ কোটি টাকারও বেশি। আর চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ১৬ মিলিয়ন ডলার। যার বাংলাদেশি মূল্য প্রায় ১২৭ কোটি ৮৬ লাখ টাকা। যা গেল আসরের তুলনায় অনেক বেশি।
এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের মোট প্রাইজমানি ৩৩৭ মিলিয়ন ডলার। যা বন্টন করা হবে টুর্নামেন্টের ২০ দলের মাঝে। যেখানে প্রতিটি দল কেবল অংশগ্রহণ করলেই পাবে ১০ মিলিয়ন ডলার বা ১১৭ কোটি ১৬ লাখ টাকা। যা কোপা রানার্স আপ দলের প্রাইজমানির চেয়েও বেশি। এছাড়া সুপার সিক্সটিন পর্ব থেকে বিদায় নেওয়া প্রতি দল পাবে অতিরিক্ত ১.৬ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি টাকার কাছাকাছি।
ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠা প্রতিটি দল পাবে ২.৬৯ মিলিয়ন ডলার। বাংলাদেশের মুদ্রায় যার অর্থ প্রায় ৩১ কোটি ৫২ লাখ টাকা। আর সেমি ফাইনালে ওঠা প্রতিটি দল পাবে অতিরিক্ত ৪.০৩ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ২২ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের ফাইনালে হেরে গেলে সেই দল পাবে ৫.৪ মিলিয়ন ডলার বা ৬৩ কোটি ২৬ লাখ টাকা এবং জয়ী দল পাবে ৮.৬ মিলিয়ন ডলার বা ১০০ কোটি ৭৬ লাখ টাকা।
অবশ্য উয়েফার দেওয়া তথ্যমতে, সকল ধরনের বোনাস মিলিয়ে ইউরোর চ্যাম্পিয়ন দল পেতে পারে সর্বোচ্চ ৩০.৪৩ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩৫৬ কোটি ৫৩ লাখ টাকার সমান। এদিকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল পেতে পারে সর্বোচ্চ ১২৭ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ আসন্ন দুই ফাইনাল ম্যাচে বাজিমাত করা দল টুর্নামেন্টের শিরোপার পাশাপাশি বড় অংকের টাকা নিয়ে ঘরে ফিরবে।
আরও পড়ুন: ফাইনালে ডি মারিয়ার একাদশে থাকা নিয়ে যা বললেন স্কালোনি
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৪/এফএএস