সকল ফুটবলারের জন্যেই বিশেষ আরধ্য হবে এমন একটি বিদায়, যা পেলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। বেশ আগেই জানিয়ে রেখেছিলেন এবারের কোপা আমেরিকা হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার শেষ লড়াই। আর এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা জিতল তার দল।
প্রতিবারের মতো এবারও আর্জেন্টিনার হয়ে কোন মেজর টুর্নামেন্টের ফাইনালে দারুন খেলেছেন ডি মারিয়া। আজ ম্যাচ জয়ের পাশাপাশি হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। বিদায়ের সময়টা যেন বেশ সোনায় সোহাগা হয়ে উঠেছে আর্জেন্টাইন এ ফুটবলারের। এদিন ফাইনাল ম্যাচ শুরুর আগে বিদায়ী পুরস্কার ও বিশেষ জার্সি দিয়ে ডি মারিয়াকে বরণ করে নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে গোড়ালির চোটে মাঠ থেকে উঠে যান আর্জেন্টিনার অন্যতম তারকা লিওনেল মেসি। ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডারের বিপদজনক ট্যাকেলে নতুন করে চোটে পড়েন তিনি। কিছু সময় ব্যথানাশক স্প্রে দিয়ে খেলা চালিয়ে গেলেও একটা সময় মাঠ থেকে উঠে যেতে হয় এই আর্জেন্টাইন তারকাকে। তবে তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব ভালোভাবেই সামলে নিয়েছেন ডি মারিয়া।
তবে শেষ পর্যন্ত নিজের বিদায় এতটা জমকালো ভাবে করতে পারায় ডি মারিয়া বিশেষ ধন্যবাদ দিতেই পারেন লাউতারো মার্টিনেজকে। কেননা নির্ধারিত সময়ের খেলা শেষেও যখন ম্যাচের ফলাফল নির্ধারণ হচ্ছিল না, তখন ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে শেষ দিকে ১১২ তম মিনিটে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন মার্টিনেজ।
তবে শুধু মার্টিনেজকে নয়, ফাইনাল সেরা হয়ে ডি মারিয়া ধন্যবাদ জানিয়েছেন গোটা আর্জেন্টাইন দলকে। দীর্ঘ সময় তার পাশে থাকার জন্য নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন এই আর্জেন্টাইন ফুটবলার, ‘আমি বর্তমান এই প্রজন্মের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তারা আমায় সম্ভাব্য সবকিছুই দিয়েছে। যা চেয়েছিলাম একসাথে তা অর্জন করেছি আমরা।’
শিরোপা জয়ের মধ্য দিয়ে বিদায় জানানো দারুন একটা ব্যাপার। এমন অসাধারণ একটি বিদায়ের আগে থেকে লেখা ছিল বলে জানান আনহেল ডি মারিয়া। তিনি বলেন, ‘এমন একটি বিদায় আগেই লেখা হয়েছিল এবং এটি এমনই ছিল। আমি ছেলেদের জানিয়েছিলাম আমার এমন একটি স্বপ্নের কথা। সেটি পূরণ হওয়ায় এখন আমি বেশ আনন্দ উপভোগ করছি।’
আরও পড়ুন: অতিরিক্ত সময়ে মার্টিনেজের গোলে শিরোপা জিতল আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৪/এফএএস