ইংল্যান্ড দলকে টানা দুই ইউরোর ফাইনালে তোলা ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট জাতীয় দল থেকে পদত্যাগ করেছেন। ঘরের মাটিতে গতবার ফাইনাল হারার পর এবারও স্পেনের কাছে ইউরো কাপের ফাইনালে হেরে গেছে ইংল্যান্ড। এতে দীর্ঘ সময়ের শিরোপা খরা আরও বৃদ্ধি পেয়েছে ইংলিশ ভক্তদের।
তারকা খচিত দল নিয়েও টানা দু’বার ফাইনাল হেরে সমর্থক থেকে শুরু করে সাবেক খেলোয়াড়দের সমালোচনার মুখে পড়তে হয়েছে সাউথগেটকে। এর মাঝেই হুট করে পদত্যাগের ঘোষণা দিলেন এই ইংলিশ।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে তার গৃহীত সিদ্ধান্তের কথা জানান ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই ফুটবলার। সাউথগেট বলেন, ইংল্যান্ডের হয়ে খেলার পর জাতীয় দলকে কোচিং করাতে পারাটা আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার। এজন্য আমি ভীষণ রকমের গর্বিত।’
আরো পড়ুন :
পাকিস্তান সিরিজের পরিকল্পনা নিয়ে যা বললেন শান্ত
রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বাই
পেশাদার ফুটবলে ফিরছেন ৫৮ বছর বয়সী রোমারিও
রিয়াল-ম্যানসিটির জমজমাট ম্যাচসহ আজকের খেলা (১৭ এপ্রিল ২৪)
ব্যালন ডি’অর ২০২৪: মেসি-রোনালদো-এমবাপ্পে-বেলিংহাম কে কোথায়?
থ্রি লায়ন্সদের রেকর্ড তার অধীনে চমকপ্রদও বটে। কিন্তু ৮ বছর দলের দায়িত্ব পালনের পরও কোন শিরোপা জেতাতে পারেননি সাউথগেট। এই আট বছরে তার অধীনে ইংল্যান্ড ১০২ টি ম্যাচ খেলেছে যার মধ্যে চারটি মেজর টুর্নামেন্টও আছে।
এর মধ্যে ২০২০ ও ২০২৪ ইউরোর ফাইনাল পর্যন্ত গিয়েও দু’বারই হেরে গেছে ইংলিশরা। এছাড়াও ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল স্টেজ পর্যন্ত খেলতে পেরেছিল বেকহাম-জেরার্ডদের উত্তরসূরীরা। ফলে ৫৮ বছরের শিরোপা খরা আর ঘোঁচাতে পারেনি ইংল্যান্ড।
সাউথগেট তার বিবৃতিতে আরও বলেন, ‘আমাদের দলের সমর্থক, খেলোয়াড় ও বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের দলের সমর্থকেরা বিশ্বসেরা, তাদের সমর্থন সব সময়ই আমি উপভোগ করেছি। আমার বিশ্বাস, দলের খেলোয়াড়েরা তাদের এই সমর্থনের প্রতিদান দিয়ে তাদেরকে আরও উজ্জীবিত করবে। সব কিছুর জন্য আপনাদের ধন্যবাদ।’
আরো পড়ুন :
হায়দরাবাদের বিপক্ষে বিশ্রাম নেওয়ায় ম্যাক্সওয়েলের আফসোস!
ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারাল বাংলাদেশের ফিদে মাস্টার নীড়
যে কারণে তাসকিনকে আইপিএল খেলতে দেয়া হয়নি, খোলাসা করল বিসিবি
শান্তর সঙ্গে তামিমের বৈঠক, তবে কি ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে?
লেভারকুসেনের ইতিহাস গড়া কোচের সম্মানে বদলে গেল রাস্তার নাম
ইংলিশ প্রিমিয়ার লিগ : শিরোপার দৌড়ে হোঁচট খেল লিভারপুল
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৪/এমএস