Connect with us
ফুটবল

চোট নিয়ে বড় দুঃসংবাদ পেলেন লিওনেল মেসি

Leonel messi
লিও তার ডান পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন। ছবি- সংগৃহীত

সবশেষ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। মেসিকে ছাড়াই কোপা আমেরিকার শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। তবে সেদিনের পাওয়া চোট নিয়ে এবার বড় ধরনের দু:সংবাদই পেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির ইনজুরি নিয়ে পরীক্ষার পর তার ক্লাব ইন্টার মিয়ামি জানিয়েছে, ডান পায়ের লিগামেন্টে চোট পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য খেলার বাইরে থাকবেন মেসি।

মেসির চোটের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে তার ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, ‘লিও তার ডান পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন। তবে তিনি কবে নাগাদ চোট থেকে সেরে উঠবেন সেটা নিশ্চিত নয়। বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তার পুনর্বাসন প্রক্রিয়ার উপর।’

আরও পড়ুন :

» ‘অপমানজনক’ গানের জন্যে ক্ষমা চাইলেন ফার্নান্দেজ

» ইউরোর সেরা একাদশে স্পেনের আধিপত্য

এ থেকেই স্পষ্ট তার মাঠে ফেরার সময়টা এখন অনিশ্চিত। তবে জানা গেছে, এখনই পায়ের অস্ত্রোপচার করাতে চান না লিও। ফাইনাল জয়ের পর পুরো দল আর্জেন্টিনায় ফিরে গেলেও মেসি যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন। সেখানেই তিনি তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। এখন তার খেলায় ফেরাটা পুরোপুরি নির্ভর করছে তিনি কত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

এর আগে ফাইনালে চোট পেলেও কান্নারত মেসিকে হতাশ হতে হয়নি। খেলার অতিরিক্ত সময়ে স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে লিও মেসির দল। পরে পুরো দল দেশে ফিরে গেলেও যুক্তরাষ্ট্রেই থেকে যান মেসি।

ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল