ছোট থেকে যে স্বপ্ন দেখে আসছিলেন সেটাই হয়তো আজ বাস্তবে ধরা দিয়েছে কিলিয়ান এমবাপ্পের হাতে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে এই ফরাসি তারকা। যেখানে প্রায় ৮০ হাজার সমর্থকের সামনে তাকে বরণ করে নিল রিয়াল মাদ্রিদ। আগেই চুক্তি সম্পন্ন হয়ে থাকলেও এবার আনুষ্ঠানিক ভাবে তাকে স্বাগত জানিয়েছে ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
এমবাপ্পেকে বরণ করে নিতে এদিন কানায় কানায় পরিপূর্ণ ছিল সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি। বিশাল সংখ্যক মাদ্রিদিস্তা সমর্থকদের মাঝে নীল গালিচায় রিয়ালের জার্সিতে স্টেডিয়ামে প্রবেশ করেন এমবাপ্পে। এই মাঠেই তিনি মাদ্রিদের হয়ে খেলবেন ৯ নাম্বার জার্সি পরে।
নিজ দেশের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেই এমবাপ্পে জানিয়েছিলেন, এখানেই ইতি টানতে চান দলটির সঙ্গে নিজের লম্বা যাত্রার। তারপর শৈশবের পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেন এই তারকা ফুটবলার। তবে আসি আসি বলেও যেন রিয়ালের মাঠে দেখা যাচ্ছিল না তাকে। তবে অবশেষে অপেক্ষা ঘুচেছে ভক্ত সমর্থকদের।
শৈশব থেকেই রিয়ালের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখে আসছিলেন এই ফরাসি তারকা। এবার সেই স্বপ্নপূরণ করে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের যারা আছেন তারাও খুব খুশি। আমি মাকে দেখছি, তিনি কাঁদছেন। এটি অবিশ্বাস্য, একটি অবিশ্বাস্য দিন। ছোটবেলা থেকেই এখানে খেলার স্বপ্ন ছিল এবং মায়ের এই কান্নার অর্থ বিশাল।’
এদিকে রিয়াল মাদ্রিদকে বিশ্বের সেরা ক্লাব উল্লেখ করে এখানে নিজের বেঁচে থাকতে আসার কথাও জানান এমবাপ্পে। হয়তো স্বপ্নের এই ক্লাবের হাত ধরেই নতুন করে রাজত্ব করবেন ইউরোপিয়ান ফুটবলে। এমবাপ্পের শৈশবের এই স্বপ্ন পূরণের জন্যে এদিন তাকে অভিনন্দন জানিয়েছেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। আগামী ১ আগস্টেই হয়তো রিয়ালের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে এই ফরাসি তারকার।
আরও পড়ুন: শিক্ষার্থীদের সমর্থনে যা বললেন হৃদয়-সোহানরা
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/এফএএস