Connect with us
ক্রিকেট

সূর্য কুমার ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক!

Surya Kumar Yadav and Rohit Sharma
শ্রীলঙ্কা সিরিজে ভারতের সম্ভাব্য টি-টোয়েন্টি অধিনায়ক সূর্য কুমার যাদব। ছবি - সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংস্করণটি থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। ফলে এবার টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতোদিন ভারতের হয়ে তিন সংস্করণেই দায়িত্ব পালন করেছেন রোহিত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে দলকে নেতৃত্ব দিয়ে যাবেন ‘হিট ম্যান’ খ্যাত এই ওপেনার।

কিছু দিন পরই শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারত। রোহিতের জায়গায় তাই টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব। বিসিসিআই এখনও ২০ ওভারের ক্রিকেটে দলের পরবর্তী নেতার নাম ঘোষণা না করলেও এমনটাই জানিয়েছে দেশটির ক্রীড়াভিত্তিক বিশ্বস্ত ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

আরো পড়ুন : এলপিএল শেষ হৃদয়-মুস্তাফিজদের, প্লে-অফে তাসকিন ও শরিফুলরা

অবশ্য অনেকেরই ধারণা ছিল, রোহিতের পর টি-টোয়েন্টিতে দলের নেতৃত্বের ভার উঠবে হার্দিক পান্ডিয়ার কাঁধে। কেননা সবশেষ বিশ্বকাপের রোহিতের ডেপুটি হিসেবে দায়িত্বে ছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। কিন্তু হার্দিকের ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে তৎপর বিসিসিআই তাকে শ্রীলঙ্কা সিরিজে দলে না ও রাখতে পারে। তাই সূর্য কুমারকেই নাকি দলপতি করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রোহিতের নেতৃত্বেই দীর্ঘ ১১ বছর পর শিরোপা খরা কাটায় টিম ইন্ডিয়া। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ১৭ বছর পর। অন্য দিকে রোহিতের পর দলপতি হওয়ার দৌঁড়ে সবচেয়ে বেশি যে খেলোয়াড়ের নাম শোনা গেছে সেই হার্দিকেরও জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। এর আগে ৩ ওয়ানডে ও ১৬ টি-টোয়েন্টিতে ম্যান ইন ব্লুদের অধিনায়ক হিসেবে খেলেছেন এই অলরাউন্ডার।

আইপিএলে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে তার। আর গুজরাট তো তার নেতৃত্বে শিরোপাও জিতেছে।

অন্য দিকে, হার্দিকের অনুপস্থিতিতে সূর্য কুমারও জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। গত বছর সূর্য কুমারের অধিনায়কত্বে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল ভারত। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ এ ড্র করেছিল। তার আইপিএলেও নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে।

ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট