চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। পাঁচ দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্লে-অফ নিশ্চিত করেছে ৪টি দল। যেখানে বাংলাদেশ থেকে খেলতে যাওয়া তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের দলও রয়েছে। তবে বাদ পড়েছে তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুর রহমানদের ডাম্বুলা সিক্সার্স।
গ্রুপ পর্ব শেষে শীর্ষে রয়েছে গল মারভেলস। ৮ ম্যাচে ৫ জয়ে তাদের পয়েন্ট ১০। সমান জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে জাফনা কিংস। ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স। আর চতুর্থ দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে শরিফুল ইসলামদের ক্যান্ডি ফ্যালকনস। ডাম্বুলার সমান ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠেছে গত আসরের চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (১৬ জুলাই) গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় কলম্বো স্ট্রাইকার্স ও ডাম্বুলা সিক্সার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি হারিয়ে ১২৩ রানে গুটিয়ে যায় ডাম্বুলা।দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক মোহাম্মদ নবি। কলম্বোর হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন বিনুরা ফার্নান্দো।
আরও পড়ুন:
» ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় এসেছে পরিবর্তন, শীর্ষে যারা
» চোট নিয়ে বড় দুঃসংবাদ পেলেন লিওনেল মেসি
এদিন ডাম্বুলার একাদশে মুস্তাফিজ সুযোগ না পেলেও ৫ ম্যাচ পর সুযোগ পেয়েছিলেন তাওহীদ হৃদয়। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেননি এই টাইগার ব্যাটার। ৩ বল খেলে কোনো রান না করেই আউট হয়েছেন তিনি।
অবশ্য সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সফল হতে পারেনি কলম্বো। নুয়ান-চামিন্দুদের বোলিং তোপে ১৮ দশমিক ১ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয় যায় দলটি। ২৮ রানে জয় পায় ডাম্বুলা।
কিন্তু জয় পেলেও প্লে-অফে যেতে পারেনি হৃদয়-মুস্তাফিজরা। ক্যান্ডির সমান ৬ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থেকে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে দলটি।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/বিটি