Connect with us
ক্রিকেট

কোটা সংস্কার আন্দোলন নিয়ে তামিমের বার্তা

What Tamim said about quota reforms movement
কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন তামিম। ছবি- সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে সহিংসতা বিরাজ করছে। আন্দোলনকে ঘিরে দেশের বেশ কয়েকটি স্থানে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উত্তপ্ত ছাত্রসমাজ। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। বাদ যাননি বাংলাদেশের ক্রিকেটাররাও।

এর আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজ নিজ মতামত ও বিবৃতি তুলে ধরেণ মুশফিক-তাওহিদ হৃদয়রা। তবে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মুশফিক ছাড়া আর কেউই মুখ খুলেননি। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

ভাই নাফিস ইকবালের চিকিৎসার কারণে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তামিম। সেখান থেকে আজ বুধবার (১৭ জুলাই) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে একটি বিবৃতি শেয়ার করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‌‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।’

আরও পড়ুন:

» আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব 

» রিয়ালে ভিনিসিয়ুসের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা নেই এমবাপ্পের

এই সমস্যার সমাধান কাম্য করে তিনি লিখেন, ‘কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’

এর আগে এই আন্দোলন নিয়ে মুখ খুলেন মুশফিকুর রহিম। ফেসবুকে অফিশিয়াল পেজে এক পোস্ট শেয়ার করে তিনি লিখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছিল তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক।’

‘সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’

ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট