Connect with us
অলিম্পিক গেমস

অলিম্পিক ফুটবল: কোয়ার্টারে স্পেন-জাপান, ফ্রান্স-আর্জেন্টিনা কোথায়?

Paris Olympic Football
অলিম্পিক ফুটবল। ছবি- সংগৃহীত

অলিম্পিক ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন ও জাপান। গ্রুপ-সি থেকে স্পেন ও গ্রুপ-ডি থেকে জাপান টানা দুটি করে জয় নিয়ে শেষ আটের টিকিট কেটেছে। আর গ্রপ-এ ও বি থেকে এখনও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি কোনো দল।

গ্রুপ-এ তে শীর্ষে রয়েছে স্বাগতিক ফ্রান্স। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়েও এখনও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি দলটি। সমান ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। এই ম্যাচের ফলাফলের ওপর তাদের শেষ আটের টিকিট নির্ভর করছে। এছাড়া চতুর্থ স্থানে থাকা গিনি কোনো জয় না পেলেও তাদের কোয়ার্টারে ওঠার সম্ভাবনা এখনও টিকে রয়েছে।

France Olympic Football Team

টানা দুই জয়ে কোয়ার্টার নিশ্চিতের দ্বারপ্রান্তে স্বাগতিক ফ্রান্স। ছবি- সংগৃহীত 

গ্রুপ-বি তে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে ইরাককে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে আলবিসেলেস্তেরা। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ইউক্রেন,মরক্কো ও ইরাকও দুই ম্যাচে ১টি করে জয় পেয়েছে। শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টারে উঠতে এ ম্যাচে জয় পেতে হবে ওতামেন্দি-আলভারেজদের।

আরও পড়ুন:

» এশিয়া কাপ ফাইনাল পরিচালনা করবেন বাংলাদেশি আম্পায়ার জেসি

» প্যারিসে গিয়ে ৫ লাখ ইউরো খোয়ালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি 

গ্রুপ-সি থেকে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ডোমিনিকান রিপাবলিককে ৩-১ গোলে হারিয়েছে লা রোহারা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিশর। আর ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ডোমিনিকান রিপাবলিকেরও সম্ভাবনা আছে শেষ আটে যাওয়ার। কিন্তু চতুর্থ স্থানে থাকা উজবেকিস্তানের শেষ আটে ওঠার কোনো সম্ভাবনা নেই। এক ম্যাচে হাতে রেখেই এবারের অলিম্পিক ফুটবল থেকে বিদায় নিয়েছে দলটি।

গ্রুপ-ডি থেকে ২ ম্যাচে টানা দুই জয়ে কোয়ার্টারে উঠেছে জাপান। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৫-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালিকে ১-০ গোলে হারিয়েছে দলটি। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে প্যারাগুয়ে। এছাড়া সমান ১ পয়েন্ট নিয়ে তালিকার তিন ও চারে থাকা দুই দলেরও শেষ আট নিশ্চিতের সুযোগ রয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অলিম্পিক গেমস