Connect with us
ক্রিকেট

তামিমকে জাতীয় দলে চান বিসিবি সভাপতি

BCB president wants Tamim in the national team
তামিমকে জাতীয় দলে চান নাজমুল হাসান পাপন। ছবি- সংগৃহীত

বেশ কয়েকমাস ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজে। এরপর থেকেই চলছে নানা নাটকীয়তা, যার সমাপ্তি এখনও অজানা। 

জাতীয় দলে তামিমের বিকল্প এখনও খুঁজে পায়নি বিসিবি। তামিমের পরিবর্তে যারা ওপেনিংয়ে খেলেছে তারা প্রত্যাশিত ফলাফল বয়ে আনতে পারেনি। যার ফলে এই অভিজ্ঞ ওপেনারের জাতীয় দলে ফেরার বিষয়টি বার বার আলোচনায় উঠে আসছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে আবারও তামিমের জাতীয় দলে ফেরার প্রসঙ্গটি আলোচনায় উঠে এসেছে। আজ রোববার (২৮ জুলাই) এ প্রসঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘তামিমের ফেরার প্রসঙ্গে আমি এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। ওর সঙ্গে আমার আলোচনা হলেই বিষয়টা পরিষ্কার হবে।’

আরও পড়ুন:

» বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন মুশফিক ও মুমিনুল

» নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা 

যদিও তামিমের ফেরার বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানেন না পাপন। তবে তিনি চান আবার জাতীয় দলে ফিরুক তামিম। সেজন্য নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখছেন বিসিবি বস, ‘তামিমের সঙ্গে আমার নিয়মিত কথা হয়েছে। নাফিস ইকবাল অসুস্থ থাকাকালীন সময়েও কথা হয়েছে। তবে এসময় তার ফেরার ব্যাপারে কোনো কথা হয়নি।’

‘এর আগে কথা ছিল, বিপিএলের পর সে বসবে। তবে বিপিএল শেষে সে দেশের বাহিরে চলে যাওয়ায় আর যোগাযোগ হয়নি। তবে আমরা চাই সে আবারও জাতীয় দলে ফিরুক।’- তিনি আরও যোগ করেন।

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট