Connect with us
অন্যান্য

অলিম্পিকে স্বর্ণ জিতেছেন ১৬ বছর বয়সী ক্রীড়াবিদ

A 16-year-old athlete won gold in the Olympics
বান হিওইন। ছবি- সংগৃহীত

প্যারিস অলিম্পিকে শুটিংয়ে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার স্কুলপড়ুয়া শুটার বান হিওইন। সোমবার (২৯ জুলাই) অলিম্পিকে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন ১৬ বছর বয়সী এই ক্রীড়াবিদ। অলিম্পিকের তৃতীয় দিনে এসে বান হিওইনের কল্যাণে প্রথম সোনার দেখা পেয়েছে দক্ষিণ কোরিয়া।

পদকের লড়াইয়ে বান হিওইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন তার চেয়ে এক বছরের বড় চীনের হুয়াং ইউতিং। শুটিংয়ের একপর্যায়ে দুজনের মোট স্কোর সমান ২৫১.৮ হওয়ায় শুট–অফের মাধ্যমে ইউতিংকে হারিয়ে বিজয়ী হন হিওইন।

এই ইভেন্টে রূপা জেতা ইউতিংয়ের এটি দ্বিতীয় পদক। এর আগে ১০ মিটার মিক্সড টিম এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন ১৭ বছর বয়সী এই কিশোরী। এছাড়া ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের শুটার অড্রি গোগনিয়াট।

আরও পড়ুন:

» রবিবার একে অপরের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

» উইন্ডিজকে হারানোর দিনে স্টোকসের দ্রুততম ফিফটির রেকর্ড

উল্লেখ্য, চলমান প্যারিস অলিম্পিকে এখন পর্যন্ত চারটি করে স্বর্ণ পদক জিতেছে জাপান ও অস্ট্রেলিয়া। স্বাগতিক ফ্রান্সসহ যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়া তিনটি করে স্বর্ণ পদক জিতেছে। এছাড়া একটি করে স্বর্ণ পদক জিতেছে জার্মানি, ইতালি, বেলজিয়াম, উজবেকিস্তান ও কাজাখস্তান।

রূপা জয়েও শীর্ষে রয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। দুই দেশই সমান ২টি করে রূপা জিতেছে।

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য